ল্যাপটপ, পামটপের পড়ে এবার আসছে পকেট কম্পিউটার

ল্যাপটপ, পামটপের পড়ে এবার আসছে পকেট কম্পিউটার
HIGHLIGHTS

মাত্র ৫ মিলিমিটার পাতলা এই কম্পিউটারটি স্মার্টকার্ড বা ক্রেডিটকার্ডের মতোই বড় কোন ডিভাইসের স্লটে সংযুক্ত করে ব্যবহার করতে হবে।

ক্রেতাদের পছন্দের তালিকায় সবার ওপর থাকার জন্য প্রত্যেক কোম্পানি বাজারে নতুন নতুন সব কিছু নিয়ে আসছেন৷ আর নতুন জিনিস বাজারে এনেই টেক্কা দিতে চাইছে অন্য সব কোম্পানিকে৷ এবার কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা ইনটেল বাজারে আনতে চলেছে এমনন এক কম্পিউটার, যা কিনা আপনি রাখতে পারবেন আপনার পকেটে!

আরও দেখুন : 13.3 ইঞ্চি 1080 পিক্সেল ডিসপ্লের সঙ্গে বাজারে উপস্থিত অসুস জেনবুক ফ্লিপ

ইনটেলের এই মডিউলার কম্পিউটারটি দেখতে একেবারে আপনার ক্রেডিট কার্ডের মতো৷ এতে রয়েছে সপ্তম জেনারেশন ইন্টেল ক্যাবি লেক প্রসেসর, মেমরি স্টোরেজ এবং তারহীন সংযোগ সুবিধা। এটি এতোই ছোট যে, ইউএসবি পোর্টের মাধ্যমে ডিসপ্লে ব্যবহারের কোন ব্যবস্থা নেই। মাত্র ৫ মিলিমিটার পাতলা এই কম্পিউটারটি স্মার্টকার্ড বা ক্রেডিটকার্ডের মতোই বড় কোন ডিভাইসের স্লটে সংযুক্ত করে ব্যবহার করতে হবে।

তবে এখনই এটা বাজারে আসছে না৷ ইনটেলের তরফ থেকে জানানো হয়েছে, পুরোপুরিভাবে এই পকেট কম্পিউটার বাজারে আসতে সময় লাগবে আরও ৬ মাস মতো৷ এই কারণে এখনও অবধি দামও নির্ধারণ করেনি ইনটেল৷

আরও দেখুন : এটি বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি, যা আপনাকে বাচাবে ট্রাফিক জ্যামের থেকে!

আরও দেখুন : সাওমি রেডমি 3S প্রাইম আজ আমেজান-এ বিক্রয়ের জন্য উপলব্ধ

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo