এবার অ্যাপ এর মাধ্যমে জানুন কোন ATM-এ টাকা আছে আর কোন ATM-এ টাকা নেই!

এবার অ্যাপ এর মাধ্যমে জানুন কোন ATM-এ টাকা আছে আর কোন ATM-এ টাকা নেই!
HIGHLIGHTS

এই ওয়েবসাইটের প্রস্তুত সংস্থার দাবি, তাদের ওয়েবসাইটে লগ ইন করে এরিয়া কোড দিলেই ওয়েবসাইটটি বলে দেবে সেই ATM-এ টাকা আছে কীনা।

ATM, ব্যাঙ্কে সকাল থেকে লম্বা লাইনে দাড়িয়ে? অথচ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর যখন আপনার টাকা তোলার সময় এল, ততক্ষণে দেখলেন ATM-এ টাকা নেই! পুরনো নোট নিয়ে চিন্তা, নতুন নোট পাচ্ছেন না? নতুন নোট, পুরনো নোট, ব্যাঙ্ক, ATM, লাইন, টাকা আছে, টাকা নেই, এসব নিয়ে বিপর্যস্ত দেশের মানুষ। তাই এবার এই সমস্যার সমাধান করতে এসে গিয়েছে এমন কিছু অ্যাপ। যার মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন কোন ATM-এ টাকা আছে আর কোন ATM-এ টাকা নেই।

আরও দেখুন : রিলায়েন্স Jio শীঘ্রই ভারতের চালু করবে, 1500 টাকায় 4G VoLTE ফিচার ফোন

www.cashnocash.com। এই ওয়েবসাইটের প্রস্তুত সংস্থার দাবি, তাদের ওয়েবসাইটে লগ ইন করে এরিয়া কোড দিলেই ওয়েবসাইটটি বলে দেবে সেই ATM-এ টাকা আছে কীনা। এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা মঞ্জুনাথ তলবার এবং অভিজিত্‌ কানকাস জানিয়েছেন যে, তাঁদের ওয়েবসাইটে প্রায় ৪ হাজারেরও বেশি ATM-এর তথ্য রয়েছে। প্রচুর মানুষ এই ওয়েবসাইটের মাধ্যমে উপকৃত হয়েছেন।

এছাড়াও, আরও কয়েকটি অ্যাপ রয়েছে। সেগুলি হল, ওয়ালনাট, CMS এটিএম ফাউন্ডার প্রভৃতি অ্যাপ।

ইমেজ সোর্স

আরও দেখুন : মাইক্রোম্যাক্স বাজারে নামাল আরও সস্তায় 4G ফোন

আরও দেখুন : কুলপ্যাড নোট 5-এ এলো অ্যান্ড্রয়েড নগাট এর আপডেট

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo