Nokia G11 Plus লঞ্চ করে গেল ভারতে, সঙ্গে এল Nokia T10 Tablet, জানুন দাম এবং ফিচার

Nokia G11 Plus লঞ্চ করে গেল ভারতে, সঙ্গে এল Nokia T10 Tablet, জানুন দাম এবং ফিচার
HIGHLIGHTS

ভারতে লঞ্চ করে গেল Nokia G11 Plus এবং T10 Tablet

Nokia G11 Plus ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে

এটি লেক ব্লু এবং চারকোল গ্রে রঙে লঞ্চ করল দেশে

Nokia G11 Plus ফোনটি লঞ্চ হয়ে গেল ভারতে। এটি HMD Global ব্র্যান্ডের লাইসেন্স যুক্ত Nokia কোম্পানির নতুন স্মার্টফোন। এবং একই সঙ্গে লঞ্চ হল Nokia T10 Tablet। দুটি ডিভাইস অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি। Nokia G11 Plus ফোনটিতে আছে 90Hz রিফ্রেশ রেট সহ 6.5 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এই ফোন একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত এর ব্যাটারি লাইফ থাকবে। অন্যদিকে Nokia T10 Tabletএ রয়েছে LTE সাপোর্ট।

Nokia G11 Plus ফোনটির দাম কত ভারতে?

7 অক্টোবর থেকে এই ফোনটির উপর সেল দেওয়া হচ্ছে। এটি এখন দুটি রঙে উপলব্ধ, লেক ব্লু এবং চারকোল গ্রে। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির দাম ভারতে 12,499 টাকা। এই ফোনটিকে গ্রাহকরা নোকিয়ার অফিসিয়াল সাইট এবং অন্যান্য E-commerce প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন। গত মাসে এই ফোনটি লঞ্চ হয়েছে। WIFI ভ্যারিয়েন্টটির দাম দেশে রাখা হয়েছে 11,799 টাকা।  অন্যদিকে LTE ভার্সনের দাম রাখা হয়েছে 12,799 টাকা।  এই দাম 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ এর জন্য। আর 4GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টটির দাম 13,999 টাকা। 15 অক্টোবর থেকে এই ফোনটির উপর সেল দেওয়া হবে।

Nokia g11 plus

এই ফোনে কী কী ফিচার আছে?

6.5 ইঞ্চির একটি ডিসপ্লে আছে এই ফোনে সঙ্গে রয়েছে 720X1600 রেজোলিউশন। 90Hz রিফ্রেশ রেট রয়েছে এই ফোনে। মোটা বেজেল রয়েছে এই ফোনে সঙ্গে ওয়াটার ড্রপ নচ রয়েছে ডিসপ্লের উপরের দিকে। Unisoc T606 প্রসেসর রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড 12 সফটওয়্যার রয়েছে এই ফোনে। আগামী এক বছর সফটওয়্যার আপডেট মিলবে এই ফোনে। এছাড়া রয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে সেলফির জন্য। ডুয়াল ব্যান্ড WIFI, ব্লুটুথ, 3.5 MM অডিও জ্যাক, ইত্যাদি রয়েছে এই ফোনে কানেকটিভিটির জন্য। 10W ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে এই ফোনে। একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত এর ব্যাটারি চলবে।

Nokia T10 Tablet এ কোন ফিচার থাকবে?

8 ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ট্যাবলেটে সঙ্গে আছে Unisoc T606 ডিসপ্লে। ফেস আনলক, IPX2 রেটিং,  এন্টারটেনমেন্ট স্পেস, ইত্যাদি রয়েছে এই ট্যাবলেটে। ডুয়াল ক্যামেরা আছে এই ফোনে, 8 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা আছে এই ট্যাবলেটে। 5250 mAh ব্যাটারি আছে এই ট্যাবলেটে। সঙ্গে রয়েছে 10 ফাস্ট চার্জিং এর সুবিধা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo