এবার কি তবে সত্যি হবে স্বপন? উরবে গাড়ি!

Updated on 19-Dec-2017
HIGHLIGHTS

একটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুসারে বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ তৈরি করতে চলেছে স্যামসন মোটরওয়ার্কস

রাস্তায় দাড়িয়ে বিরক্ত জ্যামের ঠেলায় প্রান ওষ্ঠাগত! তাড়াতাড়ি ক্রেত গিয়ে গাড়ি নিয়েই বেরিয়েছেন কিন্তু জ্যামের ঠেলায় গাড়িতে আসাই মাথা ব্যাথার কারন! আর তখনই মনে হয় ইস যদি আমার গাড়িটা উরে যেতে পারত কি মজাই না হত! উড়ন্ত গাড়ি সিনেমার পর্দায় জেমস বন্ডের গাড়িতে আমরা দেখেছি।

আর তখনই মনে হয়েছে ইস শ্যামবাজার বা গড়িয়াহাটের জ্যামের হাত থেকে বাঁচতে হলে আমাদের দরকার এমনই একটি গাড়ি। আর আমাদের সবার এই কল্পনার গাড়ি যদি সত্যি কোন দিন ডানা মেলে বিশ্বের দরবারে! প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে একে বারেই কি অস্মভব এরকম হওয়া?

হয়ত নয় কারন সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রথম ফ্লাইং স্পোর্টস কারটি তৈরি করছে স্যামসন মোটরওয়ার্কস। ‘দ্য সুইচব্লেড’ নামের এই গাড়ি-বিমানটিকে যেমন রাস্তায় চালানো সম্ভব তেমনই সম্ভব প্রয়োজনে এটিকে উড়িয়ে নিয়ে যাওয়া। ওড়ার সময়ে এর গা থেকে ডানা বেরিয়ে আসবে এবং রাস্তার দৌড়নোর সময়ে তা গুটিয়ে যাবে। 

এই গাড়িটির নাম হয়ত হতে পারে সুইচব্লেড আর এই সুইচ ব্লেডের তিনটি মডেল করা হচ্ছে। ঠাণ্ডা অঞ্চলের জন্য ‘স্নোবার্ড’, হেভি ডিউটি ল্যান্ডিং এর জন্য ‘ট্রেক’ আর এই দুটির কম্বাইন্ড রূপ ‘আরোরা’।

এই গাড়িটি ১৩,০০০ ফিট উচ্চতায় ২০০ মিটার প্রতি ঘণ্টা গতিতে উরতে পারবে। আর এর দাম হবে ৯০,০০০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭ লক্ষ টাকা। 

সোর্সঃ  

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :