NIU-র নতুন চমক! 8 হাজার টাকায় আনল বাচ্চাদের ইলেকট্রিক স্কুটার, কী ফিচার আছে?

Updated on 03-Feb-2023
HIGHLIGHTS

NIU এবার বাচ্চাদের জন্য একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এল

এই স্কুটারের নাম NIU Mavericks NQi

এটির দাম 8 হাজার টাকা, আর রেঞ্জ 7.5 কিলোমিটার

অন্যতম ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক চিনা কোম্পানি হল NIU। এই সংস্থা এবার প্রথমবারের জন্য এমন একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এল যা মূলত বাচ্চাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই স্কুটারটির নাম NIU Mavericks NQi। জানা গিয়েছে এক চার্জে এই স্কুটার 7.5 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। আর ভীষণই হালকা ওজনের এই স্কুটার। এটির ওজন মাত্র 11 কেজি। অর্থাৎ একটি গ্যাস সিলিন্ডারের থেকেও হালকা। কিন্তু যতই ওজন হালকা হোক স্কুটার কিন্তু ভীষণই টেকসই এবং মজবুত। এমনটাই জানিয়েছে NIU। শুধু তাই নয়, এই স্কুটারের দামটাও ভীষণ কম। দেখে নিন এখানে কোন কোন ফিচার পাবেন।

এই স্কুটারের দাম কত?

চিনে এই স্কুটারের দাম রাখা হয়েছে 699 Yuan যা ভারতীয় অর্থে প্রায় 8,399 টাকা। এই NIU Mavericks NQi স্কুটারটি মূলত বাচ্চাদের জন্য আনা হয়েছে। তাই দামটাও বেশ কম রাখা হয়েছে। 

কী কী ফিচার থাকবে এখানে?

এই স্কুটারের সব থেকে বড় ইউএসপি হল এর দাম এবং ওজন। মাত্র 11 কেজি ওজনের এই ইলেকট্রিক স্কুটার তৈরি হয়েছে মেটাল দিয়ে যার উপরে আছে একটি শক্ত স্তর। এই শক্ত স্তরটিকে বলা হয় পিপি শেল। এখানে বাচ্চাদের জন্য একাধিক দারুণ ফিচার আছেন যেমন তারা এখানে পেয়ে যাবে USB সহ এসডি কার্ড সাপোর্টের জায়গা। ফলে এগুলোর সাহায্যে তারা গান বাজাতে পারবে। আর যাতে ওদের নজর এবং মন কাড়া যায় সেহেতু এখানে রংবেরংয়ের আলো দেওয়া গিয়েছে। 

যেহেতু এই স্কুটার মূলত বাচ্চাদের কথা মাথায় রেখে বানানো হয়েছে সেহেতু এই স্কুটারে একটি বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। তিনটি গিয়ারে পাওয়া যাবে এখানে, এগুলো হল ফরওয়ার্ড, রিভার্স এবং পার্কিং। এছাড়া সাপোর্টের জন্য এখানে অতিরিক্ত চাকা পাওয়া যাবে। এখানে 12V4.5A লিড অ্যাসিড ব্যাটারি আছে। ফলে এই স্কুটার 50 কিলোমিটার চলতে পারবে এক ঘণ্টায়। আর এক চার্জে এটি 7.5 কিলোমিটার যেতে পারবে। বা 90 মিনিট পর্যন্ত চালানো যাবে এই স্কুটার।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :