NIKON লঞ্চ করল নতুন মিররলেস ক্যামেরা, 90 মিনিট পর্যন্ত করা যাবে 8K ভিডিও রেকর্ডিং

NIKON লঞ্চ করল নতুন মিররলেস ক্যামেরা, 90 মিনিট পর্যন্ত করা যাবে 8K ভিডিও রেকর্ডিং
HIGHLIGHTS

NIKON Z8 এর সাথে 8K ভিডিও রেকার্ডিং করা যাবে

Nikon Z8 ক্যামেরা ভারতে 3,43,995 টাকায় লঞ্চ করা হয়েছে

NIKON Z8 ক্যামেরাটি 125 মিনিট পর্যন্ত 4K UHD/60 এবং 90 মিনিট পর্যন্ত 8K UHD/30p রেকর্ড করা যাবে

Nikon কোম্পানি ভারতীয় বাজারে নতুন মিররলেস ক্যামেরা Nikon Z8 নিয়ে হাজির হয়েছে। NIKON Z8 এর সাথে 8K ভিডিও রেকার্ডিং করা যাবে। এছাড়া, এতে AI সাপোর্ট সহ অটোফোকাস ফিচার দেওয়া হয়েছে।

Nikon Z8 ক্যামেরায় 24bit Pro অডিও কোয়ালিটি, প্রি-ক্যাপচার রিলিজ মোড এর মতো ফিচার রয়েছে।

Nikon Z8 ক্যামেরার কত দামে কেনা যাবে ভারতে

Nikon Z8 ক্যামেরা ভারতে 3,43,995 টাকায় লঞ্চ করা হয়েছে। মে মাসের শেষের দিকে NIKON Z8 ক্যামেরার বিক্রি শুরু হবে।

Nikon Z8  ফিচার

Nikon Z8 ক্যামেরার ফিচারের কথা বললে, এতে 12-বিট N-RAW, ProRes RAW, 10-বিট Apple ProRes 422 HQ এবং 8 bit-H265 SDR সহ বিভিন্ন ধরণের ভিডিও ফর্ম্যাটে রেকর্ড করা যাবে। এছাড়া, গ্রাহকরা 4K UHD/60p, 50p এবং 30p রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এর পাশাপাশি, কোম্পানি দাবি করেছে যে NIKON Z8 ক্যামেরাটি 125 মিনিট পর্যন্ত 4K UHD/60 এবং 90 মিনিট পর্যন্ত 8K UHD/30p রেকর্ড করা যাবে।

NIKON Z8 ক্যামেরা হাই-স্পিড ফ্রেম রেট ক্য়াপচার  প্লাস এর সাথে আস। এই ক্যামেরার সাথে 3D সাবজেক্ট ট্রেকিং দেওয়া হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo