বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে 2022-এর। আর মাত্র কয়েকটি দিন। তারপরই নতুন বছর। নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে শুরু হবে 2023। তবে নতুন বছরের সূচনার আগেই বেশ কিছু ছবি মুক্তি পেতে চলেছে একাধিক OTT প্ল্যাটফর্মে। বছরের শেষ দিনটা তো বাড়ি বসে আয়েশ করে কাটাতে চান না আগামী সপ্তাহান্তে ঘরে বসে নতুন ছবি দেখতে চান তাহলে দেখে নিন নতুন কোন ছবিগুলো মুক্তি পেতে চলেছে ওয়েব মাধ্যমে।
এই ছবিটা আগামী 30 ডিসেম্বর Netflix -এ মুক্তি পেতে চলেছে। পুরুষতান্ত্রিক সমাজের ভাবনা এবার পাল্টাবে। 4 জন বন্ধুকে দেখা যাবে এই ছবিতে যাঁদের বয়স 40 বা তার বেশি। যাঁরা এই সমাজ পাল্টানোর জন্য নিজেদের পরিচিতি, সুবিধা, সাম্রাজ্য, পৌরুষ সব হারাতে বসেছেন। অথচ এতদিন তাঁরা তাঁদের প্রতিটা সম্পর্ক, কেরিয়ার, বাড়িতে নির্ণায়কের ভূমিকা পালন করেছেন, তাঁদের নির্দেশেই সব হতো। কিন্তু এখন সেটা পাল্টে যাচ্ছে। তারপর? সেটা নিয়েই এই ছবি।
এই ছবিটি Lionsgate -এ 30 ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এই ছবিতে দুর্নীতি, অবিশ্বাস, চাহিদা, উচ্চাকাঙ্ক্ষার একটা দারুন মিশ্রণ দেখা যেতে চলেছে ক্লাসরুমের ভিতর এবং বাইরে।
Disney Plus Hotstar -এ আসছে আর ইয়া পার। আগামী 30 তারিখ মুক্তি পাচ্ছে ছবিটি। আদিত্য রাওয়াল অভিনীত এই ছবিটির পরিচালনা করেছেন সরযূ। এই ছবিতে দেখা যাবে অভিনেতা কীভাবে লড়াই করছেন তাঁর জনজাতিকে বাঁচাচ্ছেন।
এই ছবিটি 30 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। Netflix -এ দেখা যাবে ছবিটি। নিত্যদিনের কাজকর্ম, রুটিনের সঙ্গে একটি আমেরিকান পরিবার কীভাবে লড়াই চালিয়ে লড়ে যাচ্ছে সেটাই দেখা যাবে এই ছবিতে। একদিকে যেমন মজা আছে এতে, তেমনই আছে ভয়। জীবনের নানা দিক উঠে এসেছে এই ছবিতে।