digit zero1 awards

Alpha Males, Aar Ya Paar সহ 2022 সালের শেষ সপ্তাহে কোন কোন ছবি মুক্তি পাচ্ছে OTT-তে? দেখুন তালিকা

Alpha Males, Aar Ya Paar সহ 2022 সালের শেষ সপ্তাহে কোন কোন ছবি মুক্তি পাচ্ছে OTT-তে? দেখুন তালিকা
HIGHLIGHTS

ডিসেম্বরের শেষ সপ্তাহে নানা OTT প্ল্যাটফর্মে একাধিক নতুন ছবি মুক্তি পাচ্ছে

Netflix -এ আসছে Alpha Males, Lionsgate এ আসছে Step Up High Water

Disney Plus Hotstar -এ আসতে চলেছে আর ইয়া পার

বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে 2022-এর। আর মাত্র কয়েকটি দিন। তারপরই নতুন বছর। নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে শুরু হবে 2023। তবে নতুন বছরের সূচনার আগেই বেশ কিছু ছবি মুক্তি পেতে চলেছে একাধিক OTT প্ল্যাটফর্মে। বছরের শেষ দিনটা তো বাড়ি বসে আয়েশ করে কাটাতে চান না আগামী সপ্তাহান্তে ঘরে বসে নতুন ছবি দেখতে চান তাহলে দেখে নিন নতুন কোন ছবিগুলো মুক্তি পেতে চলেছে ওয়েব মাধ্যমে। 

দেখে নিন 2022 সালের শেষ সপ্তাহে কোন ছবিগুলো OTT তে আসছে। 

Alpha Males

এই ছবিটা আগামী 30 ডিসেম্বর Netflix -এ মুক্তি পেতে চলেছে। পুরুষতান্ত্রিক সমাজের ভাবনা এবার পাল্টাবে। 4 জন বন্ধুকে দেখা যাবে এই ছবিতে যাঁদের বয়স 40 বা তার বেশি। যাঁরা এই সমাজ পাল্টানোর জন্য নিজেদের পরিচিতি, সুবিধা, সাম্রাজ্য, পৌরুষ সব হারাতে বসেছেন। অথচ এতদিন তাঁরা তাঁদের প্রতিটা সম্পর্ক, কেরিয়ার, বাড়িতে নির্ণায়কের ভূমিকা পালন করেছেন, তাঁদের নির্দেশেই সব হতো। কিন্তু এখন সেটা পাল্টে যাচ্ছে। তারপর? সেটা নিয়েই এই ছবি। 

Step Up High Water

এই ছবিটি Lionsgate -এ 30 ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এই ছবিতে দুর্নীতি, অবিশ্বাস, চাহিদা, উচ্চাকাঙ্ক্ষার একটা দারুন মিশ্রণ দেখা যেতে চলেছে ক্লাসরুমের ভিতর এবং বাইরে। 

Upcoming movies to release on OTT

Aar ya Paar

Disney Plus Hotstar -এ আসছে আর ইয়া পার। আগামী 30 তারিখ মুক্তি পাচ্ছে ছবিটি। আদিত্য রাওয়াল অভিনীত এই ছবিটির পরিচালনা করেছেন সরযূ। এই ছবিতে দেখা যাবে অভিনেতা কীভাবে লড়াই করছেন তাঁর জনজাতিকে বাঁচাচ্ছেন। 

White Nose

এই ছবিটি 30 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। Netflix -এ দেখা যাবে ছবিটি। নিত্যদিনের কাজকর্ম, রুটিনের সঙ্গে একটি আমেরিকান পরিবার কীভাবে লড়াই চালিয়ে লড়ে যাচ্ছে সেটাই দেখা যাবে এই ছবিতে। একদিকে যেমন মজা আছে এতে, তেমনই আছে ভয়। জীবনের নানা দিক উঠে এসেছে এই ছবিতে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo