New FASTag Rule: 1 আগস্ট থেকে ফাস্ট্যাগের নতুন নিয়ম চালু, এই কাজ না করলে ভরতে হবে জরিমানা

Updated on 01-Aug-2024
HIGHLIGHTS

পয়লা অগাস্ট (1 August) থেকে FASTag এর নতুন নিয়ম লাগু হচ্ছে

KYC নিয়ে আরও কঠোর নিয়ম লাগু করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)

টোল প্লাজাতে কোনও অসুবিধা এড়াতে ব্যবহারকারীদের তাদের ফাস্ট্যাগ অ্যাকাউন্ট আপডেট করতে হবে

পয়লা অগাস্ট (1 August) থেকে FASTag এর নতুন নিয়ম লাগু হচ্ছে। KYC নিয়ে আরও কঠোর নিয়ম লাগু করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। গত কয়েক বছরে টোল চার্জে ফাস্ট্যাগের ব্যবহার হচ্ছে। তবে আজ অর্থাৎ 1 অগাস্ট থেকে ফাস্ট্যাগ নিয়মে ফেরবদল করা হয়েছে। টোল প্লাজাতে কোনও অসুবিধা এড়াতে ব্যবহারকারীদের তাদের ফাস্ট্যাগ অ্যাকাউন্ট আপডেট করতে হবে।

নতুন নিয়ম না মানলে ফাস্ট্যাগ ব্ল্যাক লিস্ট করে দেওয়া যেতে পারে। এই পরিবর্তনের উদ্দেশ্য হল টোল প্লাজাতে ভিড় কম করা এবং কেওয়াইসি প্রক্রিয়া চালু করা। নতুন নিয়মের অনুযায়ী, পাঁচ বছর বা তার বেশি সময় ধরে এক্টিভ ফাস্ট্যাগ অ্যাকাউন্টগুলিকে 1 আগস্ট থেকে বদলাতে হবে।

আরও পড়ুন: Airtel Plans: 250 টাকার কম দামে এয়ারটেল প্ল্যান, 30 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, ডেটা কলিং সহ একগুচ্ছ সুবিধা

ফাস্ট্যাগ ব্যবহারকারীদের তাদের অ্যাকাউন্ট ইস্যু করার তারিখ নিশ্চিত করতে হবে এবং এটি বদলানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জমা দিতে হবে। না হলে, পাঁচ বছর বা তার বেশি পুরনো ফাস্ট্যাগ অ্যাকাউন্টগুলি অবৈধ হয়ে যাবে।

কমপক্ষে তিন বছরের পুরনো ফাস্ট্যাগ অ্যাকাউন্টগুলির জন্য কেওয়াইসি করাতে হবে আবার। ফাস্ট্যাগ সার্ভিস দেওয়া সংস্থা এবং ব্যবহারকারীদের 31 অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। যদি এমনটি না হয় তবে ফাস্ট্যাগ অ্যাকাউন্ট ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :