Netflix- এ বন্ধ করা হচ্ছে পাসওয়ার্ড শেয়ারিং। শোনা যাচ্ছে এপ্রিল থেকেই হয়তো বন্ধ হয়ে যাবে এই ফিচার। যদিও ইতিমধ্যেই লাতিন আমেরিকা সহ একাধিক দেশে এটি চালু করে দেওয়া হয়েছে পরীক্ষামূলক ভাবে। এখন তাই সেই নিয়ম মতো বন্ধু বা আত্মীয়র পাসওয়ার্ড নিয়ে আর Netflix এ কোনও রকমের কনটেন্ট দেখা যাবে না। কিন্তু সংস্থা তো ঘোষণা করে দিল। আদতে কাজ হবে কেমন ভাবে?
দেখুন Netflix যে কম মানুষ দেখেন এমনটা নয়। বহু মানুষ কনটেন্ট দেখলেও সংস্থার আয় তলানিতে গিয়ে ঠেকেছে। পাল্লা দিয়ে কমেছে সাবস্ক্রাইবার সংখ্যাও। যখন এমন অদ্ভুত কাণ্ড ঘটে তখন Netflix -এর তরফে নড়েচড়ে বসা হয়। দেখা যায় নেপথ্যে আছে এই পাসওয়ার্ড শেয়ারিং। এরপর প্রযুক্তিবিদরা নানা উপায় পদ্ধতি বের করার চেষ্টা করেন এটা আটকানোর জন্য। বর্তমানে Netflix -এর যিনি প্রধান সেই রিড হেস্টিংস জানিয়েছেন যে তাঁরা এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যার সাহায্যে সহজেই বোঝা যাবে যে কতজন মিলে সেই পাসওয়ার্ড ব্যবহার করেছেন। আর এটা দেখার পরই Netflix সেটা আটকে দেবে।
Netflix -এর মতে একটাই অ্যাকাউন্টকে যদি একাধিক মানুষ মিলে ব্যবহার করে তাহলে তাদের গ্রাহক সংখ্যা কমবে। তাদের দাবি এক একটি অ্যাকাউন্ট 3-4 জন কর চালায়। এখান থেকে স্পষ্ট যা সাবস্ক্রিপশন তাঁরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। কিন্তু লাভের লাভ সংস্থার কিছু হয় না। এবার সেটাকে আটকাতে চাওয়া হচ্ছে। Netflix জানিয়েছে গ্রাহক সংখ্যা বাড়াতে, আয় বৃদ্ধির জন্য এটা তাদের করতেই হবে। আর উপায় নেই। শুধু তাই নয়, তাদের মতে এই পদ্ধক্ষেপের ফলে তাদের সাবস্ক্রাইবার বেস বাড়বে। আয়ও।
কিন্তু কে বিনামূল্যে কনটেন্ট দেখছেন আর কে নন সেটা কী করে বোঝা যাবে! Netflix -এর তরফে জানানো হয়েছে যে IP অ্যাড্রেস, ডিভাইস অ্যাড্রেস, অ্যাকাউন্ট অ্যাকটিভিটি, ইত্যাদি দেখে এই OTT প্ল্যাটফর্ম বুঝবে যে পাসওয়ার্ড শেয়ার করা হচ্ছে কিনা। আর সেটা দেখেই আটকানো হবে পাসওয়ার্ড শেয়ারিং।