আধার কার্ড 2.95 কোটি ফেক, ডুবলিকেট রেশন কার্ড ধরতে সাহায্য করেছে

আধার কার্ড 2.95 কোটি ফেক, ডুবলিকেট রেশন কার্ড ধরতে সাহায্য করেছে
HIGHLIGHTS

দেশের 23 কোটি রেশন কার্ডের মধ্যে 82 শতাংশ (19 কোটি) আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে

প্রায় তিন কোটি ফেক আর ডুবলিকেট রেশন কার্ড গত তিন বছরের মধ্যে ক্যান্সেল করা হয়েছে। এই খবরটি মিনিস্টার অফ স্টেট কমিশানার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাব্লিক ডিস্ট্রিবিউটার গত সোমবার জানিয়েছে। তিনি এও বলেছেন যে দেশ এই সময় পপ্রতি বছর প্রায় 17,000 কোটি টাকা সেভ করেছে। ফ্লিপকার্টে শুরু হল অ্যাপেল ডেজ

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া সরকারকে এই সিস্টেমটি পরিষ্কার করতে সাহায্য করেছে বলেও সংশ্লিস্ট মন্ত্রকের তরফে জানানো হয়েছে।তিনি এই কথা  হায়াদ্রাবাদে অনুষ্ঠিত 21তম জাতীয় ই-গভর্নেন্স কনফারেন্স এই কথা জানিয়েছেন।

তিনি বলেন যে, “দেশের 23 কোটি রেশন কার্ডের মধ্যে 82 শতাংশ (19 কোটি) আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। আর আমরা 2.95 কোটি ফেক, ডুবলিকেট রেশন কার্ড সরিয়ে ফেলতে পেরেছি। আর গত তিন বছরে দেশ এভাবে প্রতি বছর 17,000 কোটি টাকা বাচিয়েছে। এর এর ফলে খাদ্য সঠিক জায়গায় পৌছানো সম্ভব হচ্ছে”।

তেলেঙ্গানার শিল্প ও IT মন্ত্রী KT রামা রাও এই কফারেন্স শুরু করে বলেছেন যে রাজ্যে 4,500 "Me-Seva" কেন্দ্রতে প্রতিদিন 10 কোটি ট্র্যান্সাঙ্কশান হয়।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo