Electric স্কুটার কিনতে চান? কিন্তু অত টাকা নেই এখন? বাজেট ভীষণই সীমিত? কী করা যায় ভাবছেন? তাহলে বলি আপনার সমস্যার সমাধান করতে একটি নতুন Electric Scooter নিয়ে এল ভারতীয় সংস্থা Nausha Electric। এই ইলেকট্রিক স্কুটারের দাম 35,000 টাকা মাত্র! কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল এই Nausha এখনও পর্যন্ত একটি সম্পূর্ণ সংস্থার আকার নিতে পারেনি। তারা কেবল মাত্র একটি ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে এসেছে। Nausha Electric এর মালিকের নামেই এই কোম্পানির নাম দেওয়া হয়েছে।
এই স্কুটারের বিভিন্ন যন্ত্রপাতি বিদেশ থেকে, মূলত চিন থেকে নিয়ে আসা হয়েছে। চিন থেকে আমদানি করে ভারতে এই স্কুটারটিকে তৈরি করা হয়েছে। নওশা জানান তাঁর বিদ্যুৎচালিত গাড়ির বিষয় নিয়ে দারুন আগ্রহ, সেখান থেকেই তিনি এই ইলেকট্রিক স্কুটার বানিয়েছেন বলে জানান।
জানা গিয়েছে স্ক্র্যাপ বা অব্যবহারযোগ্য জিনিস যা এর আগে মনে করা হয়েছিল যে আর ব্যবহার করা যাবে না সেই জিনিস দিয়ে এই ইলেকট্রিক স্কুটার তৈরি করা হয়েছে। নওশা এই অব্যবহারযোগ্য জিনিসগুলোর মধ্যে থেকে এই স্কুটারে ব্যবহার করা যাবে এমন জিনিস বেছে নিয়ে সেগুলো দিয়ে এটাকে তৈরি করেছেন। এই স্কুটারের যে নলাকার কেন্দ্রীয় অংশটা আছে সেটাকে কৃষিক্ষেত্রের ব্যবহৃত সাবমার্সিবল বোরওয়েল মোটর দিয়ে তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও তার ভিতরের জিনিসগুলোকে সরানো হয়েছে।
শুধু তাই নয়, এই স্কুটারের অন্যান্য জিনিসগুলো বিভিন্ন স্ক্র্যাপ মেটাল থেকেই তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। এমনটাই দাবি এক স্কুটার নির্মাতার। কিন্তু হাব মোটর, ব্যাটারি বা কন্ট্রোলার বিভিন্ন ইভি থেকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এমনকি এই স্কুটারে যে সাসপেন্সন ব্যবহার করা হয়েছে সেগুলো অন্যান্য ইলেকট্রিক স্কুটার থেকেই নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 10 ইঞ্চির চাকা রয়েছে এক স্কুটারে।
এই স্কুটারের যে নলাকার জায়গা আছে সেখানে ব্যাটারি, কন্ট্রোলার, BMS, ইত্যাদি রাখা হয়েছে। এই স্কুটারের দুটি প্রোটোটাইপ আছে, একটা হচ্ছে হলুদ রঙের আরেকটি হল কালো। ড্রাম ব্রেক দেওয়া হয়েছে এই গাড়ির হলুদ মডেলে, তবে কালো মডেলে এগুলো কিছু দেওয়া হয়নি। তবে গাড়ির সামনে LED হেডলাইট এবং পিছনে টেললাইট দেওয়া আছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে এই ইলেকট্রিক স্কুটার মাত্র 35,000টাকায় বিক্রির জন্য ভারতে আনা হবে। তবে এখনও পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটারটিকে অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। নওশা জানিয়েছেন তিনি যখন এই ইলেকট্রিক স্কুটারের প্রথম স্ক্র্যাপ তৈরি করেন তখন তাঁর 40,000টাকা খরচ হয়, কিন্তু তাঁর ডিজাইন মোটেই পছন্দ হয়নি। তাই তিনি আবার আরেকটি মডেল তৈরি করবেন বলে জানিয়েছেন। যদিও এই ইলেকট্রিক স্কুটার নির্মাতার স্কুটারের স্ক্র্যাপ ডিজাইন পছন্দ হয়নি তবুও গোটা বিশ্ব জুড়ে মানুষজন এই ইলেকট্রিক স্কুটারের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। অর্ডার করেছেন বহু মানুষ।