16 সেপ্টেম্বর নয়, এই দিন সারা দেশের মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা যাবে মাত্র 75 টাকায়
দেশ জুড়ে একই দামে সিনেমা হলের টিকিট উপলব্ধ হবে National Cinema Day-তে
দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হলের টিকিটের দাম 23 সেপ্টেম্বর 75 টাকা করা হবে
জাতীয় সিনেমা দিবস উপলক্ষে, PVR, INOX, Cinépolis, Carnival এবং Delight সহ সারা দেশে 4,000 টিরও বেশি স্ক্রিনে 75 টাকায় একটি চলচ্চিত্র দেখার সুযোগ থাকবে
মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (MAI) ঘোষণা করেছিল যে 16 সেপ্টেম্বর 2022 তারিখে ভারত জুড়ে জাতীয় সিনেমা দিবস (National Cinema Day) পালিত হবে। তবে জাতীয় চলচ্চিত্র দিবস এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। এখন এই দিনটি সারা ভারতে পালিত হবে 16 নয়, 23 সেপ্টেম্বর। জাতীয় সিনেমা দিবস উপলক্ষে, PVR, INOX, Cinépolis, Carnival এবং Delight সহ সারা দেশে 4,000 টিরও বেশি স্ক্রিনে 75 টাকায় একটি চলচ্চিত্র দেখার সুযোগ থাকবে।
দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হলের টিকিটের দাম 23 সেপ্টেম্বর 75 টাকা করা হবে। প্রায় 4,000 সিনেমা হলের টিকিটের দাম এদিন 75 টাকা করা হবে। এমনকি পিভিআর, সিনেপলিসের মতো হলেও এদিন টিকিটের দাম হবে মাত্র 75 টাকা। কেন 75 টাকা ভাবছেন? কারণ দেশে 75 বছর স্বাধীনতা দিবসের জন্য যে আজাদি কা অমৃত মহোৎসব পালন হচ্ছে সেই কথা মাথায় রেখেই টিকিটের দাম 75 টাকা করার কথা ভাবা হয়েছে।
The National Cinema Day was previously announced to be held on 16th September, however, on request from various stake holders and in order to maximize participation, it would now be held on 23rd September #NationalCinemaDay2022 #Sep23 pic.twitter.com/c5DeDCYaMD
— Multiplex Association Of India (@MAofIndia) September 13, 2022
এখন আপনি ভাবছেন আপনার বাড়ির পাশের হলের টিকিটের দাম কি এদিন 75 টাকা হবে? সেটা জানার জন্য আপনাকে নেট মাধ্যমে নজর রাখতে হবে। যে হলগুলো তাদের টিকিটের দাম কমিয়ে 75 টাকা করবে 16 সেপ্টেম্বর তারা সেই কথা আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবে। কিন্তু আপনি যদি অনলাইন টিকিট কাটেন তাহলে আপনাকে বেশি দাম দিতে হলেও হতে পারে।
সিনেমা হলের মালিকরা আশা রাখছেন যে এই উদ্যোগ আবার দর্শকদের হলমুখী করে তুলবে। বর্তমানে সময়ে ওটিটি প্ল্যাটফর্মের ক্রেজ। অনেকেই এখন সিনেমা হল যাওয়ার বদলে বাড়ি বসেই সিনেমা, সিরিজ দেখতে পছন্দ করেন। এই কারণে সিনেমা হলের ব্যবসা মার খাচ্ছে। বহু সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে একই কারণে। তার মাঝে এমন উদ্যোগ নেওয়ার কারণে সমস্ত হলের মালিকরাই ভীষণ খুশি।