NASA’র James Webb Space Telescope 2018 সালে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব রহস্য উন্মোচন করবে!!
এই মহুর্তে এটি গ্রহ থেকে গ্রহান্তরের রহস্য উন্মোচনের জন্য পৃথিবীর আধুনিকতম টেলিস্কোপ
NASA’র ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’ বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচনের ক্ষেত্রে আরো কিছুটা পথ এগিয়ে গেছে. জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ NASA’র এনভায়েরমেন্টাল টেস্ট পাস করেছে. এই টেস্টটি NASA’র Goddard Space Flight Center এ করা হয়েছিল.
NASA’র কথা অনুসারে এবার এই টেলিস্কোপটিকে জনসন স্পেস সেন্টারে পাঠানো হবে. এই স্পেস সেন্টারে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এন্ড-টু- এন্ড অপ্টিকাল টেস্ট করা হবে. এই টেস্টটি খুব কম তাপমাত্রায় ভ্যাকুয়েম করা হয়.
আরো দেখুন: জিও নিয়ে এল এখনও অব্দি তাদের সবথেকে সস্তার প্ল্যান, দাম মাত্র..
অপ্টিকাল টেস্টের পরে এই টেলিস্কোপটিকে Northrop Grumman Aerospace Systems এ পাঠানো হবে. Northrop Grumman Aerospace এ এই টেলিস্কোপটির ফাইনাল অ্যাসেম্বলিং করা হবে.
ফাইনাল অ্যাসেম্বলিং এর পরে 2018 সালে এই টেলিস্কোপটিকে লঞ্চ করা হবে. NASA এই টেলিস্কোপটিকে বিশ্ব ব্রহ্মাণ্ড আর তারাদের না জানা রহস্যের উন্মোচনের জন্য তৈরি করেছে. এই মহুর্তে এটি এই বিষয়ের আধুনিকতম টেলিস্কোপ.
আরো দেখুন: Vodafone এবার তাদের গ্রাহকদের দিচ্ছে 36GB 4G ডাটা
আরো দেখুন: বিশ্ব জুড়ে আরো স্পিডের ইন্টারনেট দেবে Space X এর 4,425 স্যাটালাইট
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile