পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলায় চিন্তিত নাসা, লঞ্চ করেছে নতুন উপগ্রহ
ক্যালোফোর্নিয়ার ভ্যান্ডেরবার্গ এয়ারফোর্স বেস থেকে এই অর্দ্ধেক টনের উপগ্রহটি লঞ্চ করা হয়েছে
আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং প্রতিদিনই বাড়ছে আর এর ফল আমাদের প্রকৃতি আর পরিবেশের ওপরও পরছে। এই বিষয়ে বিজ্ঞানী থেকে সাধারন মানুষ চিনার ভাঁজ সবার কপালেই।
আর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের বড় কুফল হিসাবে পৃথিবীর দুই মেরু মানে উত্তর আর দক্ষিণ মেরুর বরফ গলার কথাও আমরা সবাই জানি। আর এবার সেই জন্য নতুন এক পদক্ষেপ গ্রহন করল নাসা।
নাসা তাদের নতুন উপগ্রহ আইসস্যাট2 লঞ্চ করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুসারে ক্যালোফোর্নিয়ার ভ্যান্ডেরবার্গ এয়ারফোর্স বেস থেকে এই অর্দ্ধেক টনের উপগ্রহটি লঞ্চ করা হয়েছে।
নাসার এই মিশান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। আর যেভাবে তাড়াতাড়ি পৃথিবীর তাপমাত্রা বাড়ছে আর মেরুতে বরফ গলার হার বৃদ্ধি পাচ্ছে তা খুবই চিন্তার বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নাসার গবেষক রিচার্ড স্লোনাক বলেছেন, যে এই প্রোজেক্ট নিয়ে নাসা আশাবাদী। তারা চায় যে দ্রুত এই সমস্যার গভীরতা চিহ্নিত করতে।
আপনাদের বলে রাখি যে অনেক দিন আগে 20-3 সালেও নাসা আইসস্যাট নামের একটি উপগ্রহ লঞ্চ করেছিল। আর এবার প্রায় বছর পনেরো পরে নতুন উপগ্রহ এই কারনে লঞ্চ করছে নাসা।