Moto Tab G62 ভারতে শীঘ্রই হবে লঞ্চ, কম দামে মিলবে 2K ডিসপ্লে, প্রতিযোগিতায় Oppo Pad Air এবং Realme pad X

Updated on 11-Aug-2022
HIGHLIGHTS

বাজারে আসছে Motorolaর নতুন ট্যাব

Moto G20 এবং G70 এর পর আসতে চলেছে Moto TabG62

এই ট্যাবটি Oppo Pad Air এবং Realme Pad X কে কড়া টক্কর দিতে চলেছে

Motorola আরও একটি নতুন ট্যাব আনতে চলেছে বলেই জানা গিয়েছে। তাদের ট্যাব সিরিজে Tab G20, G70 এর পর এই কোম্পানি এবার Moto Tab G62 নামক একটি নতুন ট্যাব বাজারে আনছে। এটি একটি মিড রেঞ্জের ট্যাব। Motorola জানিয়েছে এই ট্যাবটি চলতি মাসেই লঞ্চ হবে। আগামী 17 আগস্ট Moto Tab G62 আসতে চলেছে বাজারে। কোম্পানির তরফে এই ট্যাবের একাধিক স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। জানা গিয়েছে এতে থাকছে Qualcomm Snapdragon 680 Soc সহ একটি 10.6 ইঞ্চির ডিসপ্লে যাতে 2K রেজোলিউশন থাকবে।

Moto Tab G62 এর মাইক্রোসাইট ইতিমধ্যেই Flipkart এ লাইভ হয়ে গিয়েছে। এছাড়াও মটোরোলা টুইটারে এই ট্যাবের লঞ্চ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে। ফ্লিপকার্টের মাইক্রোসাইট অনুযায়ী এই ট্যাবটিতে থাকবে Qualcomm Snapdragon 680 প্রসেসর। গ্রাহকদের এই ট্যাবটি একটি দারুন গেমিং এক্সপিরিয়েন্স দিতে চলেছে আগামীদিনে। Moto Tab G62 এর মূল ফোকাস হচ্ছে বিনোদন। জানা গিয়েছে Moto tab G62 এর স্পেসিফিকেশনের সঙ্গে Oppo Pad Air এর মিল আছে। Oppo কোম্পানির এই ট্যাবটি কিছুদিন আগেই বাজারে এসেছে। Oppo Pad Air এ রয়েছে Octa core Snapdragon 680 প্রসেসর যা লিংক করা আছে 6GB LPDDR4xRAM এর সঙ্গে এবং এতে 128GB UFS 2.2 স্টোরেজ আছে যা 512 GB অবধি এক্সপ্যান্ড করা যাবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে।

কী কী আছে এই Oppo Pad Air এ?

জানা গিয়েছে এই ট্যাবটিতে আছে 10.36 ইঞ্চির একটি ডিসপ্লে যাতে 2000X1200 পিক্সেলের রেজোলিউশন থাকবে। এছাড়া ColorOS 12 রয়েছে যা অ্যান্ড্রয়েড 12OS এর উপর বেস করা। এছাড়া এতে একটা দারুন শক্তিশালী ব্যাটারি আছে 7100mAh এর। এই ব্যাটারিতে রয়েছে 18W এর ফাস্ট চার্জিং এর সুবিধা।

Oppo Pad Air তে কোন কোন স্পেসিফিকেশন রয়েছে?

জানা গিয়েছে এই ট্যাবটিতে একটি রিয়ার এবং একটি ফ্রন্ট ক্যামেরা আছে। 8 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে সঙ্গে f/2.2 অ্যাপারচার। এই নতুন Oppo ট্যাবলেটটিতে রয়েছে Dolby Atmos এর সাপোর্ট সহ 4টি স্পিকার। ভারতে Oppo Pad Air এর দাম হচ্ছে 16,999 টাকা, যাতে 4GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। অন্যদিকে 128GB ইন্টারনাল স্টোরেজ সহ মডেলটির দাম হচ্ছে 19,999 টাকা।

Connect On :