Mother’s Day 2023: মাকে কী দেবেন ভেবে হয়রান? বেছে নিন স্মার্টওয়াচ সহ এই 5টি গিফট

Mother’s Day 2023: মাকে কী দেবেন ভেবে হয়রান? বেছে নিন স্মার্টওয়াচ সহ এই 5টি গিফট
HIGHLIGHTS

রাত পোহালেই mother's day, মাকে এদিন বিশেষ উপহারে ভরিয়ে তুলুন

এদিন মাকে আপনি Samsung Galaxy M13 ফোন উপহার দিতে পারে

boAt Xtend স্মার্টওয়াচ দিতে পারেন মাকে

রাত পোহালেই মাতৃদিবস। মায়েদের জন্য এই বিশেষ দিনে আপনার মাকে বিশেষ উপহারে ভরিয়ে তুলুন। তবে ভাবছেন কী উপহার দেওয়া যায় তাঁকে?

এমন কিছুদিন যা তিনি নিয়মিত ব্যবহার করতে পারবেন। এটা কোনও টেক গিফট হতে পারে! কী বলেন? তাহলে দেখুন Mother's Day 2023 'এ মাকে কোন 5 টেক গিফট দিতে পারেন। 

Samsung Galaxy M13

আপনি যদি আপনার মাকে সস্তায় কোনও ফোন দিতে চান তাহলে অবশ্যই এই বাজেট ফোনকে বেছে নিতে পারেন। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 5 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা।

এখানে Exynos 850 প্রসেসর। এই ফোনের দাম 9,699 টাকা। 

Google Pixel Buds A Series

এই ডিভাইসে পাবেন ওয়্যারলেস চার্জিং কেস। এটার দাম 6,999 টাকা। Amazon থেকে কেনা যাবে এটি।

এখানে এক চার্জে 15 ঘণ্টার প্লে ব্যাক টাইম পাবেন। কনভিনিয়েন্ট ট্যাপ কন্ট্রোল এবং অ্যালেক্সা -এর সাপোর্ট পাবেন এখানে। 

Echo Show

এটির দাম 8,999 টাকা। 2021 সালে লঞ্চ হওয়া এই প্রোডাক্ট আপনি আপনার মায়ের জন্য কিনতেই পারেন। এখানে স্মার্ট স্পিকার আছে 5.5 ইঞ্চির স্ক্রিন সহ। সঙ্গে অ্যালেক্সা সাপোর্ট আছে এখানে। 

Tech Gifts for mothers day

Jabra Elite 4 Active

এখানে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যাবসেলেশনের সুবিধা আছে। Qualcomm QCC3050 ব্লুটুথ চিপসেট আছে। Google ফাস্ট পেয়ার, মাইক্রোসফট সুইফ্ট পেয়ার, Google অ্যাসিস্ট্যান্ট এবং অ্যালাক্সার সাপোর্ট পাওয়া যাবে এখানে। Amazo থেকে এটা 9,999 টাকায় কেনা যাবে। 

boAt Xtend

এটি একটি দারুন সস্তার স্মার্টওয়াচ। এটির দাম 2,799 টাকা। এটি Amazon থেকে কেনা যাবে। এখানে আছে 1.69 ইঞ্চির একটি LCD ডিসপ্লে সহ 50টির বেশি ওয়াচ ফেস। এখানে হার্ট রেট ট্র্যাকার, SPO2 ট্র্যাকার, স্লিপ ট্র্যাকার আছে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo