NASA লাল গ্রহের ভয়ঙ্কর ধুলো ঝড়ের কথা জানিয়েছে

NASA লাল গ্রহের ভয়ঙ্কর ধুলো ঝড়ের কথা জানিয়েছে
HIGHLIGHTS

এই ঝড় দ্রুততার সঙ্গে আসছে আর তা 7মিলিয়ান স্কোয়ার মাইল কভার করে।

পৃথিবীর ঝড় ঝঞ্ঝার জন্য প্রায়ই কোন না কোন কাজে ব্যাঘাত ঘটে আবার কখনও বা, ঝড়ের তীব্রতায় ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। কিন্তু পৃথিবীর বাইরের কোন গ্রহ বা উপগ্রহের ঝড়েও পৃথিবীর কোন কাজ  কখনও ব্যাহত হতে পারে! অবাক লাগলেও তাই সত্যি। আসলে সম্প্রতি লাল গ্রহ মঙ্গলে ভিষন ধুলো ঝর উঠেছে। আর নাসা তাই তাদের সেখানকার সমস্ত গবেষনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

নাসা 6 জুন একটি আন্তর্জাতিক ম্যাপ নিয়ে আসে যা মঙ্গলের ধুলো ঝর দেখায়। এতে দেখা গেছে যে ক্রমবর্ধমান ধুলো ঝর নীল ডটের সঙ্গে অবস্থান করছে।

মার্স রিকনসেহসান অরবিটার প্রথমে এই ঝর 1জুন নোটিশ করে। আর MARO টিম এর জন্য তৈরি থাকার জন্য সতর্কীকরণ করেছে। এই ঝড় দ্রুততার সঙ্গে আসছে আর তা 7মিলিয়ান স্কোয়ার মাইল কভার করে।

এটি একটি সোলার প্যানেল যা মঙ্গলে হিটার, ব্যাট্রি চার্জ করতে সাহায্য করে। আর নাসা জানিয়েছে যে এই ধুলো ঝড় এসবে ব্যাঘাত ঘটাবে।

সোর্সঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo