একজন বলেছে যে “মোদী আমার জন্য কাজ করেন”

Updated on 21-Aug-2017
HIGHLIGHTS

এর পরে প্রধানমন্ত্রী উত্তর দেন“হ্যাঁ আমি খুসি আপনাদের সবার প্রধান সেবক হয়ে” এই রিপ্লাইটি সবাই কে চুপ করনোর জন্য যথেষ্ট ছিল

BJP বেশ কিছু রাজ্যে বিশাল অঙ্কে জয়ী হওয়ার পরে এখন সবাই নতুন ভারতের অপেক্ষায় আছে এরকম দাবিই করেছেন প্রধানমন্ত্রী। মানুষ বিজেপি সরকারের থেকে অনেক আসা করছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার সরকার সবার জন্য কাজ করবে আর তিনি প্রতিজ্ঞা করেন যে 2022 অব্দি এক নতুন ভারত তৈরি হবে। “নতুন ভারত সেই ভারত হবে, যেখানে গরিব মানুষ চ্যারিটির থেকে বেশি অপারচুনেটি পাবে”।

সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর এক টুইটার ফলোয়ারকে কেউ জিজ্ঞেস করে যে, “ তুমি মোদীর জন্য কাজ কর” তখন সে রিপ্লাই করে যে “না প্রধানমন্ত্রী মোদী আমার জন্য কাজ করে”। 

প্রধানমন্ত্রী মোদী অজিত সিং এর টুইটের রিপ্লাই এইভাবে দেন, “হ্যাঁ আমি খুসি আপনাদের সবার প্রধান সেবক হয়ে” এই রিপ্লাই সবাইকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

এর আগেও বেশ কিছু উদাহরন দেখা গেছে, যেখানে প্রধানমন্ত্রী মোদী তাঁর এধরনের রিপ্লাইয়ে মানুষ তাঁর প্রতি আকর্ষিত হয়েছে। অনেক সময় অনেকেই তাঁর টুইটে রিটুইট করে।

সোর্সঃ

Connect On :