digit zero1 awards

মাইক্রোম্যাক্স হয়ত উইন্ডোজ ইঙ্ক ফিচার্সের সঙ্গে একটি ফোল্ডেবেল ডিভাইসের ওপর কাজ করছে

মাইক্রোম্যাক্স হয়ত উইন্ডোজ ইঙ্ক ফিচার্সের সঙ্গে একটি ফোল্ডেবেল ডিভাইসের ওপর কাজ করছে
HIGHLIGHTS

এই ডিভাইসটিকে ‘অ্যান্ড্রোমেডা’ বলা হচ্ছে আর উইন্ডোজ কোর OS আর CShell এর মাধ্যমে উইন্ডোজ 10 থাকবে বলে মনে করা হচ্ছে

ইউন্ডোজ সেন্ট্রালের রিপোর্ট অনুসারে মাইক্রোসফট নতুন ফোল্ডেবেলে ডিভাইসের ওপর কাজ করছে যা স্টাইলিস্ট আর ইঙ্ক ফিচারর ওপর তৈরি হয়। এই ডিভাইসকে ‘অ্যান্ড্রোমেডা’ হিসাবে পরিচিত হচ্ছে।

সুত্রানুসারে ফোল্ডেবেল ট্যাবলেট ইউন্ডোজ কোর OS আর CShell এর সঙ্গে ইউন্ডোজ 10 এর ওপর চলবে। এও বলা হচ্ছে যে এই পার্কেটেবেল ডিভাইসের মতন ডিজাইন করা হয়েছে। তবে এটা বলা হচ্ছে যে ডিভাইস টেলিফোনি ক্ষমতার ওপর ফোকাস করবে তবে তা স্মার্টফোনের রিপ্লেসমেন্ট হবে না।

এখনও এটা পরিষ্কার ভাবে বোঝা যায়নি যে সিঙ্গেল ফোল্ডেবেল ডিসপ্লে হবে নাকি এটি ২টি স্ক্রিন যুক্ত হবে। বলা হছে যে এটি উইন্ডোজ ইঙ্কের মাধ্যমে হ্যাকিং বিকল্পের মাধ্যমে ওয়ান-নেটের সঙ্গে যুক্ত হবে। এছাড়া, নোটবুক অ্যাপকে এভাবে ডিজাইন করা হতে পারে যে আপনার মনে হবে যে আপনি আসল নোটবুকে লিখছেন।

এখনও অব্দি এটা জানা যায়নি যে ডিভাইসটি Win32 প্রোগ্রামে চলবে কিনা। এরকম হতে পারে যে এই ডিভাইসতি কুরিয়ার ট্যাব্লেটের মতন হতে পারে। যা মাইক্রোসফট 2010র কাছাকাছি সময় লঞ্চ হতে পারে।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo