সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হল, নতুন করে উইন্ডোজ 7, 8.1 আর বিক্রি করা হবে না৷
বিশ্বের জনপ্রিয়তম অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 ও উইন্ডোজ 8.1-এর উৎপাদন বন্ধ করল মাইক্রোসফট৷ সেই সঙ্গে অবসান ঘটল একটি যুগের৷ সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হল, নতুন করে উইন্ডোজ 7, 8.1 আর বিক্রি করা হবে না৷
যার অর্থ, ডেল বা তোশিবা-র মতো সংস্থার পার্সোনাল কম্পিউটারে প্রি-ইনস্টলড উইন্ডোজ 7 বা 8.1 মিলবে না৷ অবশ্য, এর বছর দুয়েক আগেই উইন্ডোজ 7-এর খুচরো বিক্রি বন্ধ করে দিয়েছিল মাইক্রোসফট৷ এখন থেকে প্রতিটি নতুন উইন্ডোজ পিসি-র সঙ্গে উইন্ডোজ 10 ভার্সন মিলবে৷
উইন্ডোজ 7 বাজারে আত্মপ্রকাশ করে 2009 সালে৷ তারও প্রায় তিন বছর পর বাজারে আসে উইন্ডোজ 8৷ বিশেষজ্ঞরা মনে করছেন, জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7-এর জমানা শেষ হওয়ায় এক ধাক্কায় উইন্ডোজ 10-এর বিক্রি বেড়ে যাবে৷ সামনেই বড়দিন৷ উৎসবের মরশুমে মার্কিন মুলুক-সহ বিশ্বজুড়ে উইন্ডোজের বিক্রি বাড়বে বলে আশাবাদী সংস্থা৷