মাইক্রোসফট বন্ধ করল Windows 7 ও 8.1-এর উৎপাদন

মাইক্রোসফট বন্ধ করল Windows 7 ও 8.1-এর উৎপাদন
HIGHLIGHTS

সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হল, নতুন করে উইন্ডোজ 7, 8.1 আর বিক্রি করা হবে না৷

বিশ্বের জনপ্রিয়তম অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 ও উইন্ডোজ 8.1-এর উৎপাদন বন্ধ করল মাইক্রোসফট৷ সেই সঙ্গে অবসান ঘটল একটি যুগের৷ সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হল, নতুন করে উইন্ডোজ 7, 8.1 আর বিক্রি করা হবে না৷

আরও দেখুন : প্যানাসনিক P71 স্মার্টফোন লঞ্চ, দাম 7,490 টাকা

যার অর্থ, ডেল বা তোশিবা-র মতো সংস্থার পার্সোনাল কম্পিউটারে প্রি-ইনস্টলড উইন্ডোজ 7 বা 8.1 মিলবে না৷ অবশ্য, এর বছর দুয়েক আগেই উইন্ডোজ 7-এর খুচরো বিক্রি বন্ধ করে দিয়েছিল মাইক্রোসফট৷ এখন থেকে প্রতিটি নতুন উইন্ডোজ পিসি-র সঙ্গে উইন্ডোজ 10 ভার্সন মিলবে৷

উইন্ডোজ 7 বাজারে আত্মপ্রকাশ করে 2009 সালে৷ তারও প্রায় তিন বছর পর বাজারে আসে উইন্ডোজ 8৷ বিশেষজ্ঞরা মনে করছেন, জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7-এর জমানা শেষ হওয়ায় এক ধাক্কায় উইন্ডোজ 10-এর বিক্রি বেড়ে যাবে৷ সামনেই বড়দিন৷ উৎসবের মরশুমে মার্কিন মুলুক-সহ বিশ্বজুড়ে উইন্ডোজের বিক্রি বাড়বে বলে আশাবাদী সংস্থা৷

আরও দেখুন : বাজারে নতুন চমক নিয়ে হাজির হল রিলায়েন্স LYF F8 ফোন, দাম Rs. 4,199

আরও দেখুন : হোয়াটস অ্যাপ নিয়ে আসল অ্যান্ড্রয়েড ফোনে আরেকটি নতুন ফিচার

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo