আরও ভাল মোবাইল গেমিংয়ের জন্য লঞ্চ হল মিডিয়াটেক হেলিও G90 আর G90T

Updated on 01-Aug-2019
HIGHLIGHTS

খুব তাড়াতাড়ি হেলিও G90T যুক্ত ফোন আসতে পারে

মিডিয়াটেক হেলিও G90 আর G90T তে আছে ARM মালি G76 GPU

মিডিয়াটেক তাদের Helio G90 সিরিজ SoC লঞ্চ করেছে। এই চিপসেট গুলি স্পেশালি গেমিং ফোনের জন্য এসেছে। আর এর সঙ্গে এদের লঞ্চের পরে কোয়াল্কমের স্ন্যাপড্র্যাগন 730 আর স্ন্যাপড্র্যাগন 730G র সঙ্গে করা টক্কর দেবে। হেলিও G90 আর Helio G90T, MediaTek য়ের হাইপার ইঞ্জিন গেম প্রযুক্তির সঙ্গে এসেছে যা ফোনে হামিং করার ভাল অভিজ্ঞতা দেবে।

হেলিও 90 সিরিজে আপনারা অক্টা কোর CPU, ARM মালি G76 3EEMC4 GPU পাবেন। আর সেখানে এই কম্বিনেশান 1TMACs (TeraMAC) পার্ফর্মেন্স দেয়। আর এই চিপসেট মিডিয়াটেক ইন্ডিয়া টিম ডিজাইন করেছে। আর এই ইভেন্ট নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আর সেই সময়ে এই Helio G90T শোকেস করা হয়।আর এর সঙ্গে এটি ANTuTu তে ভাল পার্ফর্মেন্স পেয়েছে। আর সেখানে এটি GeekBench 4.1য়ে বলা হয়েছে জে এই হেলিও চিপসেট স্ন্যাপড্রায়গন 730G থেকে 10% ভাল স্কোড় করে স্ন্যাপড্র্যাগন 730 র থেকে 9% বেশি স্কোর করেছে।

মিডিয়াটেক হেলিও G90 আর হেলিও G90Tতে আপনারা অক্টা কোর CPU, ARM Cortex-A76  আর Cortex-A55 কোরের সঙ্গে 2.0GHZ স্পিড পাবেন। আর এই চিপসেটে Mali-G76 3EEMC4 GPU য়ের 800MHzর সঙ্গে ব্যাবহার করা হয়েছে। মিডিয়াটেক LPDDR4x সাপোর্ট করে আর এটি ফুল HD+ 21:9 ডিসপ্লেতেও থাকতে পারে। আর এর সঙ্গে এই হেলিও G90 আর G90T তে LTE Cat-12 নেটওয়ার্ক সাপোর্ট আছে। আর শুধু তাই না এর সঙ্গে এতে ইন্টেলিজেন্ট ডুয়াল মাইক ওয়েক আপ ফিচার আছে। যা অ্যামাজন অ্যালেক্সা আর গুগল অ্যাসিস্টেন্স কে আরও ভাল করে।

দুটির মধ্যে পার্থক্য এই জে Helio G90T যেখানে  90Hz displays, 10GB RAM আর 64 মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা কোয়াড ক্যামেরা সেটআপ সাপোর্ট করে সেখানে G90 60Hz ডিসপ্লের সঙ্গে 8GB র‍্যাম, ট্রিপেল ক্যামেরা সেটআপে 48MP র সেন্সার পর্যন্ত সাপোর্ট করে।

গেমিং ভাল করার জন্য হেলিও G90 আর হেলিও G90T SoC তে হাইপার ইঞ্জিন গেম প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। আর কোম্পানি এই প্রযুক্তি ডুয়াল ওয়াই ফাই সাপোর্ট করতে পারে আর এটি একটি সিঙ্গেল স্মার্টফোন অ্যান্টেনা আর দুটি ওয়াই ফাই ব্যান্ড দুটি রাউটারের মধ্যে কানেকশান যুক্ত করে।

Connect On :