এবার আসবে চিপ নির্ভর ই-পাসপোর্ট

এবার আসবে চিপ নির্ভর ই-পাসপোর্ট
HIGHLIGHTS

2019 সালের প্রবাসী ভারতীয় দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টি জানিয়েছেন

ভারত সরকার খুব তাড়াতাড়ি দেশে পেপার পাসপোর্টের জায়গায় চিপ নির্ভর ই-পাসপোর্ট নিয়ে আসতে পারে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, “ সরকার একটি সেন্ট্রালাইজড পাসপোর্ট সিস্টেম তৈরি করছে, আর এতে সারা বিশ্বের মানুষ আর ভারতীয় রাজ্য দুতাবাস থেকে সব পাসপোর্ট পরিষেবা দেওয়া হবে।“ তিনি এও বলেন যে, “সরকার PIO9 পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন) আর OCI (অভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া) কার্ডের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার জন্য কাজ করছে”।

এই খবরটি বেনারসে প্রবাসী ভারতীয় দিবস 2019 য়ের উদ্বোধবনের সময়ে প্রধানমন্ত্রী বলেন যে, “ সারা বিশ্বের ভারতীয় রাজ্যদুতাবাস আর দুতাবাসের পাসপোর্ট পরিষেবা প্রোজেক্ট যুক্ত করার কাজ চলছে”।

প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানটি বেনারসে করা হয়েছে আর এই কাজ বিদেশ মন্ত্রালয় আর উত্তর প্রদেশ সরকারের তত্বাবধানে করা হয়েছে। বলা হচ্ছে যে এই বছর প্রায় 5,000 প্রতিনিধি এই প্রবাসী ভারতীয় দিবসে অংশগ্রহণ করেছেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo