বদলে যাবে শনি গ্রহ! থাকবেনা বলয়

Updated on 27-Dec-2018
HIGHLIGHTS

নাসা থেকে সম্প্রতি জানানো হয়েছে যে শনির এই বলয় প্রতি সেকেন্ডে প্রায় দেড় টন করে কমে যাচ্ছে

মহাবিশ্বের নটি গ্রহের মধ্যে আমাদের যে কটি গ্রহ নিয়ে উৎসাহ একটু বেশি তার মদ্যে অন্যতম হল সূর্যের ষষ্ঠ গ্রহ শনি। আর এর অন্যতম বড় কার শনির বলয়। এই বলয় শনি গ্রহের আলাদা একটা সৌন্দর্য দেয়।

তবে সম্প্রতি নাসার বিজ্ঞানীদের কাছ থেকে পাওয়া খবর অনুসারে এই বলয়ের অসতীত্ব আর বেশি দিনের নয়। আর তখন এই সুন্দর গ্রহ দেখতে সৌরজগতের বাকি গ্রহ গুলির মতনই হবে। আর বেশিদিন এই বলয় মানব জাতি দেখতে পারবে কিনা সেই বিষয়ে সন্দেহ আছে যথেষ্ট।

নাসা থেকে সম্প্রতি জানানো হয়েছে যে শনির এই বলয় প্রতি সেকেন্ডে প্রায় দেড় টন করে কমে যাচ্ছে। গ্রহের ওপরে পড়ছে বরফ জল। আর এভাবে যদি বড়ফ জল গলতে থাকে তবে আগামী 30 কোটি বছরে এই বলয় একেবারে বিলীন হয়ে যাবে।

আর এর সঙ্গে বিজ্ঞানীরা এও জানিয়েছেন যে শনির এই বলয় প্রথম থেকেই ছিলনা। বলয়ের বয়েস সৌরজগতের আদি যুগের তুলনায় অনেক কম। তাঁদের মতে এই বলয় ডাইনোসোর যুগে সৃষ্টি হয়েছিল।

Connect On :