Matter হচ্ছে একটি ভারতীয় স্টার্ট আপ। এটি গুজরাতের একটি ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারক সংস্থা। আজ থেকে চার বছর আগে এই সংস্থা তাদের পথ চলা শুরু করেছিল। অবশেষে তারা তাদের প্রথম ইলেকট্রিক বাইক ভারতে লঞ্চ করল। এই বাইকটিকে নয়া দিল্লি থেকে লঞ্চ করা হল। তবে এই বাইকের নাম কী সেটা এখনও সংসার তরফে জানানো হয়নি। এই দুই চাকার ইলেকট্রিক বাইকটি সংস্থার যে ফেসিলিটি আছে আহমেদাবাদে সেখানেই তৈরি করা হয়েছে। জানা গিয়েছে Matter এর এই ফেসিলিটিতে প্রতি বছর 60,000 বাইক উৎপাদন হতে পারে। হ্যাঁ, এতটাই ক্ষমতা এটার। এই বাইকের ক্লোজ টু প্রোডাকশন কনসেপ্ট দেখানো হয় সংস্থার তরফে। 21 নভেম্বর, একটি অনুষ্ঠানের মাধ্যমে এটি লঞ্চ করা হয়।
খুব জলদি এই বাইক বাজারে আসতে চলেছে গ্রাহকদের জন্য, তাঁরা শীঘ্রই এই বাইক কিনতে পারবেন বলে জানানো হয়েছে Matter এর তরফে। তবে এই Electric Bike এর সব থেকে আকর্ষণীয় ফিচার কী জানেন? এতে গিয়ার বক্স আছে। হ্যাঁ, ঠিকই দেখলেন, এর আগে এই ফিচার কিন্তু কোনও ইলেকট্রিক বাইকে দেখা যায়নি। এই প্রথমবার কোনও ইলেকট্রিক বাইকে Gear Box থাকতে চলেছে।
Matter যে বাইকটি লঞ্চ করল সেই বাইকটি ভারতের বাজারে এখন যে ইলেকট্রিক বাইকগুলো পাওয়া যায় তার থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। এই বাইকটিকে সম্পূর্ণ ভাবে ভারতেই ডিজাইন করা হয়েছে। শুধু ডিজাইন নয়, তৈরিও করা হয়েছে দেশেই। গ্রাহকরা এই বাইকে 4 স্পিড সিকুয়েনশিয়াল ম্যানসুয়াল ট্রান্সমিশন পাবেন। ফলে গ্রাহকরা যে এই বাইক চালিয়ে এক দুরন্ত অভিজ্ঞতা অর্জন করতে চলেছে সেটা বলাই বাহুল্য।
5 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এই বাইকে। আর এই ব্যাটারি কী দিয়ে তৈরি জানেন? নিকেল ম্যাঙ্গানিজ, কোবাল্টের কেমিস্ট্রি সেল দিয়ে তৈরি। 10.5 kW পিক পাওয়ার আউটপুট মিলবে এই বাইকে। সঙ্গে ব্যাটারিতে মিলবে লিকুইড কুলিং সিস্টেম।
এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য গ্রাহকরা পেয়ে যাবেন 1kW চার্জার। তার মানে বুঝতেই পারছেন কত জলদি এই চার্জারের সাহায্যে আপনি এই বাইকটি চার্জ দিতে পারবেন। Matter এর তরফে জানানো হয়েছে এই বাইকটি ফুল চার্জ দিতে 5 ঘণ্টার কম সময় লাগবে। যে কোনও 5A 3 পিন প্লাগে এই চার্জার লাগিয়ে ব্যাটারিটি চার্জ দেওয়া যাবে। DC ফাস্ট চার্জিং এর সুবিধাও পেয়ে যাবেন এই বাইকে কারণ এতে দেওয়া আছে CCS কানেক্টর।
Matter এর তরফে জানানো হয়েছে গ্রাহকরা এই বাইকের কোন ভ্যারিয়েন্ট কিনছেন তার উপরেই নির্ভর করবে এই বাইকের রেঞ্জ। তবে 125 থেকে 150 কিলোমিটারের মধ্যেই রেঞ্জ মিলবে এই বাইকের। অর্থাৎ একবার চার্জ দিলেই 125 থেকে 150 কিলোমিটারের রেঞ্জ পাওয়া যাবে এই বাইকে।
এছাড়া এই বাইকে গ্রাহকরা পেয়ে যাবেন একটি 7 ইঞ্চির LCD ডিসপ্লে, সঙ্গে আছে 4G কানেকটিভিটি। গ্রাহকরা এই বাইকটিকে রিমোটের সাহায্যে লক বা আনলক করতে পারবেন, সঙ্গে আছে জিও ফেন্সিং, লাইভ লোকেশন ট্র্যাকিং, ভেহিকেল হেলথ মনিটরিং, ইত্যাদির সুবিধা। এছাড়া গ্রাহকরা এই বাইকে পাবেন অ্যান্ড্রয়েড বেসড অপারেটিং সিস্টেম। প্যাসিভ কিলেস এন্ট্রির সুবিধা থাকবে এই বাইকে। এটার সাহায্যে কেউ বাইকের কাছে গিয়েও এটাকে লক বা আনলক করতে পারবেন সহজেই। এছাড়া আর কী আছে এই বাইকে? গ্রাহকরা এতে ডিস্ক ব্রেক, সঙ্গে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন।