Maruti Suzuki -এর নতুন চমক! Maruti Suzuki S-Presso -এর নতুন একটি এডিশন আনছে এই সংস্থা। এই নতুন এডিশনটির নাম S-Presso Xtra Edition। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Maruti Suzuki এর তরফে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। এটি 2023 সালের শুরুর দিক থেকেই বিক্রি শুরু হবে। তবে এই গাড়ির দাম কত হবে সেটা এখনও জানা যায়নি।
সবার আগে জানাই, এই গাড়িতে কোনও যান্ত্রিক পরিবর্তন আনা হয়নি। তবে অবশ্যই গাড়ির বাহ্যিক লুকে কিছু বদল আনা হয়েছে। যেমন ফ্রন্ট স্কিড প্লেট, ডোর ক্ল্যাডিং, ফ্রন্ট আপার গ্রিল, ইত্যাদিতে বদল আনা হয়েছে। অন্যদিকে এই গাড়িতে আছে ডুয়াল VVT ইঞ্জিন, K-Series 1.0L ডুয়াল ডেট। 5500rpm -এ এই গাড়িটি 49kW ক্ষমতা উৎপন্ন করতে পারে সঙ্গে 3500rpm -এ 89nm পিক টর্ক তৈরি করার ক্ষমতা রাখে এটি। এছাড়া গ্রাহকরা এখানে পেয়ে যাবেন 5স্পিড ম্যানুয়াল এবং 5 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা।
এছাড়া এই গাড়িতে পাওয়া যাবে গো গাটার্স ফিচার মিলবে এনার্জি, ভাইট্যালিটি প্রদর্শন করার জন্য। এছাড়া Maruti Suzuki S-Presso Xtra -এর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল কমান্ডিং ড্রাইভ ভিউ, ডায়নামিক সেন্টার কনসোল, ইত্যাদি। এদিকে এই গাড়ির কেবিনে বেশ অনেকটা জায়গা মিলবে। এছাড়া আছে হাইগ্রাউন্ড ক্লিয়ারেন্স, অতিরিক্ত স্পেস, ইত্যাদি। সঙ্গে আছে বোল্ড SUV এর মতো দুর্দান্ত এক্সটিরিয়র।
এখানে গ্রাহকরা পেয়ে যাবেন আইডল স্টার্ট এবং স্টপ প্রযুক্তির সাহায্য। এছাড়া অতিরিক্ত ফুয়েল এফিসিয়েন্সি মিলবে এই গাড়িতে। এই গাড়িটিতে দুটি মাইলেজ পাওয়া যাবে, Vxi (0) এবং Vxi+(O) AGS ভ্যারিয়েন্টটিতে প্রতি লিটারে 25.30 কিলোমিটার, এবং Vxi/Vxi+ MT ভ্যারিয়েন্টটিতে 24.76 কিলোমিটার যাওয়া যাবে প্রতি লিটারে। অন্যদিকে Std/Lxi MT ভ্যারিয়েন্টটিতে প্রতি লিটারে 24.12 কিলোমিটার যাওয়া যাবে। এখানে গাড়িতে একটি নতুন একটি ফ্লোর ম্যাট মিলবে।