মারুতি সুজুকি 2কোটির বেশি গাড়ি তৈরির রেকর্ড তৈরি করল

মারুতি সুজুকি 2কোটির বেশি গাড়ি তৈরির রেকর্ড তৈরি করল
HIGHLIGHTS

1983 সালের ডিসেম্বর মাসে তৈরি হয় তাদের পথচলা

ভারতে যত গাড়ি আছে বা বলা ভাল যত গাড়ির কোম্পানি আছে তার মধ্যে অন্যতম হল মারুতি। ভারতীয় মধ্যবিত্ত মানুষদের নিজেদের গাড়ির স্বপন সত্যি করেছিল। আর এবার এই মারুতির মারুতি সুজুকি তৈরি করল একটি নতুন রেকর্ড।

ভাবছেন কি নিয়ে বলছি আর ঠিক কী বলতে চাইছি? তবে আপনাদের বলে রাখি যে গাড়ি তৈরির কোম্পানি মারুতি সুজুকি ভারতে 2কোটি গাড়ি তৈরি করে এক নতুন রেকর্ড তৈরি করেছে। আর এই 2কোটির বেশি গাড়ি উতপাদন করে মারুতি সুজুকি ভারতে এক নম্বরের গাড়ি কোম্পানি হিসাবে উঠে এসেছে।

মারুতি সুজুকি লিমিটেড গাড়ি তৈরি করার পরে এই রেকর্ড করার জন্য 34বছর 6 মাস সময় নিয়েছে। 1983 সালের ডিসেম্বর মাসে তৈরি হয় তাদের পথচলা।

কোম্পানির CEO কিরিজ আয়ুকাবা বলেছেন যে দু কোটির বেশি উৎপাদন হওয়া থেকে কোম্পানির বিশ্বস্ততাই প্রমানিত হয়। মারুতি বলেছে যে 2 কোটি গাড়ির মধ্যে 1.43  কোটি গাড়ি কোম্পানির গুরগানওয়ের ফ্যাকট্রিতে বানানো হয়েছে। আর সেখানে 56.2 লাখের মতন গাড়ি তৈরি হয় মাইসোরে।

কোম্পানি 10 লাখ গাড়ি তৈরির সংখ্যা 1994 সালে করে আর, 2015 সালে কোম্পানি কোটি গাড়ি তৈরির পরিসংখ্যান ক্রস করে।

Digit.in
Logo
Digit.in
Logo