Mahindra -এর নতুন চমক। বছরের শুরুতেই দুর্দান্ত চমক দিল এই কোম্পানি। Mahindra Thar SUV -এর সস্তার ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে দেশে। যদিও সেই সস্তার SUV -তে বেশ অনেক কিছুই বদল করা হবে। গতকাল অর্থাৎ 9 জানুয়ারি এই গাড়িটির দাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। বর্তমানে 13.59 লাখ টাকা থেকে Mahindra Thar -এর যে চার চাকা ড্রাইভ ভ্যারিয়েন্টগুলো আছে সেগুলো এক্স শোরুম দাম শুরু হচ্ছে। এই মডেলের সব থেকে উন্নতমানের যে গাড়িটি আছে সেটার দাম হচ্ছে 16.29 লাখ টাকা। জানা গিয়েছে যে নতুন সস্তার ভ্যারিয়েন্ট আনা হচ্ছে Mahindra Thar SUV -এর সেখানে রঙের অপশন তো মিলবেই, সঙ্গে থাকবে নানা পরিবর্তন।
ব্লেজিং ব্রোঞ্জ এবং এভারেস্ট হোয়াইট এই দুটি রঙে Mahindra Thar -এর এই নতুন সস্তার SUV গাড়িটি আসতে চলেছে। গ্রাহকরা এই গাড়িতে পেয়ে যাবেন হার্ড টপ রুফ। এটি Mahindra Thar -এর 2WD ভ্যারিয়েন্ট। Mahindra Thar -এর যে জনপ্রিয় মডেল আছে অর্থাৎ XUV300, সেখানে 1.5 লিটারের একটি ডিজেল ইঞ্জিন আছে। কিন্তু এখানে 4X4 ব্যাজ নেই ঠিক -এর আগের টু হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টটির মতোই। জানা গিয়েছে 10 লাখ টাকা থেকেই এই SUV গাড়িটির দাম শুরু হতে পারে। অর্থাৎ এটা এক্স শোরুম দাম হতে পারে। ফলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই গাড়িটির দাম বেশ কম হতে চলেছে।
নতুন SUV গাড়িতে যে বদলটা সব থেকে বেশি চোখ কাড়বে সেটা হল এই গাড়ির ড্রাইভিং সিস্টেম। এই নতুন ভ্যারিয়েন্টটি টু হুইল ড্রাইভ সিস্টেমের সঙ্গে মিলবে বলে জানা গিয়েছে যেখানে এখন চার চাকা ড্রাইভে মেলে এই ডিজেল মডেলটি। সেন্ট্রাল কন্ট্রোল থাকবে গিয়ার লিভারের জায়গায়। 2.0 লিটার টার্বো পেট্রোল ভ্যারিয়েন্টটিকেও ডিজেল ইঞ্জিনের সঙ্গে টু হুইল ড্রাইভ সিস্টেমে আনবে এই কোম্পানি, এমনটাই শোনা গিয়েছে। গ্রাহকরা এখানে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাবেন।
এছাড়া এই গাড়িতে থাকছে 1.5 লিটারের একটি ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে 177 bhp আউটপুট উৎপাদন হতে পারে। এই গাড়ির যে 4X4 ভ্যারিয়েন্ট থাকবে সেখানে থাকবে 2.2 লিটারের সিক্স স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত ইঞ্জিন। তবে এক্ষেত্রে মনে রাখবেন 2WD হোক বা 4WD দুটো ক্ষেত্রেই 2.0 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন মিলবে বিকল্প হিসেবে। এই গাড়িতে গ্রাহকরা 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স পাবেন।