আজ রাত 10.37 P.M য়ে ভারত থেকে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ
ভারতের সঙ্গে এই সব জায়গা থেকেই গ্রহণ দেখা যাবে
2020 সালের প্রথম চন্দ্রগ্রহণ আজকে রাতে হবে। চন্দ্রগ্রহণ মহাকাশের মজাগতিক ঘটনা গুলির মধ্যে অন্যতম প্রধান। আর এটি দৃষ্টি নন্দনও। ভারতে বছরের শুরুতেই বলয়গ্রাস সূর্য গ্রহণ দেখা গেছিল তবে সেই গ্রহণ খারাপ আবহাওয়ার জন্য অনেক জায়গা থেকেই দেখা জায়নি। আজকে অবশ্য চন্দ্রগ্রহণ দেখার একটি ভাল সুযোগ এসেছে। এই গ্রহণটি উলফ চন্দ্রগ্রহণ নামে পরিচিত হচ্ছে।আর এই গ্রহণ এবার ভারতে মোট 4 ঘণ্টা 5 মিনিট মতন থকাবে।
আমরা সবাই জানি যে যখন সূর্য, চাঁদ আর পৃথিবী মহাকাশে আবর্তন কালে একই পথে চলে আসে সেই সময়ে যদি পূর্ণিমা হয় তবে চাঁদের ওপরে পৃথিবীর ছায়া পরে চন্দ্রগ্রহণ হয়।
2020 সালের 10 জানুয়ারি মানে আজকে রাত 10.37 P.M য়ে এই গ্রহণ শুরু হবে আর এর সঙ্গে এই গ্রহণ 11 জানুয়ারি 2.42A.M পর্যন্ত চলবে।
এই চন্দ্রগ্রহণ এবার ভারতের সঙ্গে এশিয়া, আফ্রিকা আর ইউরোপের দেশে দেখা যাবে। পৃথিবীর যে সব জায়গায় সেই সময় দিনের আলো থাকবে সেই সব জায়গা থেকে গ্রহণ দেখা যাবে না। এর লাইভ স্ট্রিমিং আপনারা এই ভিডিওটি থেকে দেখতে পারবেন।
ভারতে পরবর্তী গ্রহণ এই বছরের 5 জুন, 4 জুলাই আর 29 নভেম্বর দেখা যাবে। এর মধ্যে 29 নভেম্বরের গ্রহণ আংশিক গ্রহণ হবে।