Aadhaar হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম যা ভারতীয় নাগরিকরা তাঁদের পরিচয় পত্র হিসেবে ব্যবহার করতে পারেন অনলাইন এবং অফলাইন মাধ্যমে। এই পরিচয় পত্রে 12 সংখ্যার ইউনিক আইডি নম্বর থাকে যা ই-গভর্নেন্স, নাগরিক পরিষেবা, ব্যাংকিং, ট্রেডিং এবং অন্যান্য জরুরি কাজে সাহায্যে ব্যবহৃত হয়।
কিন্তু এত জরুরি নথি যদি হারিয়ে যায়? কোথাও খুঁজে না পান তখন? চিন্তা করবেন না।
এই নথির ডুপ্লিকেট বের করে নেবেন। তিন উপায়ে আপনি আপনার Aadhaar Card -এর ডুপ্লিকেট বের করতে পারবেন।
1. UIDAI সেলফ সার্ভিস পোর্টাল
2. UIDAI হেল্পলাইন
3. Aadhaar Enrolment Centre
এটার জন্য সবার আগে আপনাকে UIDAI সেলফ সার্ভিস পোর্টালে যেতে হবে।
এবার Aadhaar Card রিট্রাইভ করার অপশনে যান।
এবার আপনার থেকে যা যা চাইবে সেই তথ্যগুলো দিন, যেমন আপনার পুরো নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, ইত্যাদি।
এবার দেখুন স্ক্রিনে একটি সিকিউরিটি কোড দেখাবে, সেটা দিয়ে OTP চান।
OTP -টা আপনি আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডিতে পাঠাতে বলতে পারেন আপনার সুবিধা অনুযায়ী।
একবার আপনি OTP দিয়ে দিলে আপনার পরিচয় যাচাই হয়ে যাবে। এবার আপনি একটি এনরোলমেন্ট নম্বর পাবেন বা Aadhaar নম্বর। এটা আপনার ফোনে আসবে।
আরও পড়ুন: Aadhaar Card সুরক্ষিত রাখতে চান? দেখুন কী করণীয়
এবার UIDAI সেলফ সার্ভিস পোর্টালে যান এবং ডাউনলোড Aadhaar Card অপশনে ক্লিক করুন।
Aadhaar নম্বর দিন, পুরো নাম, পিনকোড, ক্যাপচা দিন।
এবার আবার OTP চান। OTP দিলে আপনি আপনার Aadhaar Card -এর একটা কপি ডাউনলোড করে নিতে পারবেন।
UIDAI -এর সঙ্গে যোগাযোগ করুন তাদের হেল্পলাইন নম্বর 1800-180-1947 নম্বরে বা 011-1947 নম্বরে। সকাল 7টা থেকে রাত 10টার মধ্যে কল করুন সপ্তাহের যে কোনও দিনে। ফোন করার পর আপনাকে যা যা করতে হবে –
IVR নির্দেশ শুনুন ভালো করে। সঠিক অপশন বাছুন নির্ভুল ভাবে।
ওরা যা যা তথ্য চাইছে দিন।
এবার আপনি আপনার Aadhaar নম্বর ফিরে পেতে পারবেন। এরপর সেই নম্বর পেলে UIDAI সেলফ সার্ভিস পোর্টালে গিয়ে ডাউনলোড করুন বা Aadhaar enrolment সেন্টারে গিয়ে নিয়ে আসতে পারেন।
আরও পড়ুন: মোবাইল নম্বর ছাড়াই Aadhaar Card ডাউনলোড করবেন কীভাবে, জানুন
আপনার বাড়ির কাছের Aadhaar Enrolment সেন্টারে যান। সেখানে গিয়ে Aadhaar Correction ফর্ম নিন একটা। এবার সেটা ভরুন।
আপনার বায়োমেট্রিক তথ্য সহ যে কোনও একটা আইডি প্রুফ দিন। এবার ফিজ জনা দিন ফর্ম সহ। তারপরই আপনি আপনার Aadhaar Card পেয়ে যাবেন।