Lok Sabha Election 2019: ভোটার কার্ড না থাকলেও এই আই কার্ড গুলি থাকলেও ভোট দেওয়া যাবে

Updated on 14-Mar-2019
HIGHLIGHTS

ভারতের 2019 সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট সবে প্রকাশ করা হয়েছে, পশ্চিম বঙ্গে এই ভোট এবার সাত দফায় হবে, 11 এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে 19 মে পর্যন্ত, আর আপনার কাছে ভোটার কার্ড না থাকলে এই সব আইডি কার্ড থাকলেও ভোট দিতে পারবেন

সবে মাত্র ভারতে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। আর এই নির্ঘণ্ট অনুসারে পশ্চিম বঙ্গে এই ভোট সাত দফায় হবে আর তা 11 এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে 19 মে পর্যন্ত। ভোটার কার্ড নিয়ে ভোট দিতে যেতে হয় এই কথা আমরা সবাই জানি আর এর সঙ্গে আমরা আজকে আপনাদের বলব যে নির্বাচন কমিশান আর যে সব আইডি কার্ড কে ভোট দিতে যাওয়ার সময় মান্যতা দেয় সেগুলি কী? ভোটার কার্ডের সঙ্গে এই 12টি আইডি কার্ডও ভোট দেওয়ার স্বীকৃত দেয়।

আসুন তবে দেখা যাক যে ভোটার আইডি কার্ড ছাড়া আর কোন আইডি কার্ড আপনার কাছে থাকলে, তা নিয়েও ভোট দিতে যেতে পারবেন।

ভোটার আইডি কার্ড ছাড়া এই 12টি পরিচয় পত্র ব্যাবহার করা যাবে

  • পাস্পোর্ট

  • প্যান কার্ড

  • আধার কার্ড

  • ড্রাইভিং লাইসেন্স

  • মনগোর জব কার্ড

  • ছবি সহ পেনশান ডকুমেন্ট

  • আর এছাড়া ব্যাঙ্ক, পোস্টঅফিসের দেওয়া ছবি যুক্ত পাসবুক

  • RGI আর PNPR য়ের দেওয়া স্মার্টকার্ড

  • শ্রম মন্ত্রকের পরিকল্পনায় দেওয়া স্বাস্থ্য বিমা কার্ড

  • নির্বাচন কমিশানের দেওয়া প্রামান্য ছবি দেওয়ার স্লিপ

  • সাংসদ বা বিধানসভা সদস্যর দেওয়া সরকারি পরিচয় পত্র

  • রাজ্য পবালিক লিমিটেড কোম্পানি, সার্বজনিক ক্ষেত্রে দেওয়ার পরিচয় পত্র

আপনাদের মনে করিয়ে দি যে পশ্চিম বঙ্গে এবার লোকসভা ভোট সাত দফায় হবে। 11 ই এপ্রিল উত্তর বঙ্গ থেকে শুরু হবে প্রথম দফার ভোট আর শেষে 19 মে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চল দিয়ে শেষ হবে এই নির্বাচন প্রক্রিয়ার সপ্তম ও শেষ দফার ভোট।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :