Hollywood এর এমন একাধিক ছবি রয়েছে যেগুলো অস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে গিয়েও শেষ অবধি খালি হাতে ফিরে এসেছে। এমন অনেক ছবি আছে যেগুলো প্রায় সমস্ত বিভাগেই যেমন চিত্রনাট্য, অভিনয়, পরিচালনা সবেতেই মনোনীত হয়েছিল কিন্তু পুরস্কার পায়নি একটাও। আবার এমন ছবিও আছে যেগুলো 10-11 টা বিভাগে মনোনীত হয়েও পুরস্কার পায়নি। যাঁরা এই ছবিগুলোর সঙ্গে জড়িত থাকার কারণে আমন্ত্রণ পেয়েছিলেন তাঁদের সকলকেই খালি হাতে অনুষ্ঠান থেকে ফিরতে হয়েছিল। দেখে নিন এমন কিছু ছবির তালিকা।
1985 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল তৈরি হয়েছিল 1982 সালে অ্যালিস ওয়াকারের লেখা বই দ্যা কালার পার্পল এর উপর ভিত্তি করে। ছবিটি পরিচালনা করেছিলেন স্টিভেন স্পিলবার্গ। এই। ছবিটি 11 টি বিভাগে মনোনীত হয়েও একটিও পুরস্কার পায়নি।
ক্রাইম ঘরানার ছবি এটি। আমেরিকার এই ছবিটি ভীষণ রকম। প্রশংসিত হয়েছিল আন্তর্জাতিক মহলে। এই ছবির তৃতীয় পর্ব 1990 সালে মুক্তি পায়। একটিও পুরস্কার পায়নি এই ছবিটি যদিও সাতটি বিভাগে মনোনীত হয়েছিল।
10 টি বিভাগে এই ছবিটি মনোনীত হয়েছিল কিন্তু একটিও বিভাগে পুরস্কার পায়নি এই ছবিটি। 2002 সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি।
1977 সালে মোট 11 টি বিভাগে এই ছবিটি অস্কারের জন্য মনোনীত হওয়া সত্বেও একটা বিভাগেও পুরস্কার পায়নি।
2013 সালে এই ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল। অস্কারের 10 টি বিভাগে ছবিটি মনোনীত হলেও এই ছবির কপালে একটিও পুরস্কার জোটেনি।
আই হার্ড ইউ পেইন্ট হাউসেস বইটির উপর ভিত্তি করে এই ছবিটি তৈরি হয় এবং 2019 সালে মুক্তি পায়। 10 টি বিভাগে মনোনয়ন পেলেও একটিও পুরস্কার পায়নি ছবিটি।