এভাবে আপনি আপনার রেশান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন

এভাবে আপনি আপনার রেশান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন
HIGHLIGHTS

আর আপনি যদি এখনও অব্দি নিজের রেশান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক না করে থাকেন তবে আপনি এই স্টেপ গুলি ফলো করে আপনার কাজ সহজ করতে পারবেন

রেশন কার্ডের ব্যবহার রোজকার দরকারি জিনিস যেমন, চাল, গম, চিনি সহ একাধিক জিনিস সস্তায় নেওয়ার জন্য দরকার হয়। আর এটি একটি অ্যাড্রেস প্রুফের জন্য আইডিও আর এটি একটি দরকারি অ্যাড্রেস প্রুফও। আমরা সবাই জানি যে সরকার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতা মূলক করে দিয়েছে। তবে এই লিঙ্কিং এই সহজ স্টেপ ফলো করে করা যায় যাতে আপনার কাজ সহজ হয়। ফ্লিপকার্টে শুরু হল মোবাইল বোনাঞ্জা অফার, স্মার্টফোন সহ এই জিনিস গুলির ওপরও ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

  • আধারের অফিসিয়াল সেন্ডিং ওয়েবসাইটে যান আর স্টার্ট নাও তে ক্লিক করুন।
  • নিজের নাম আর ঠিকানার মতন দরকারি তথ্য দিন।
  • মেন অপশানে বেনিফিট টাইপ বাছুন আর রেশন কার্ডে ক্লিক করুন।
  • নিজের রেশন কার্ড নম্বর, আধার নম্বর, ইমেল আইডি আর মোবাইল নম্বর দিন।
  • নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাবেন। OTP এন্টার করুন।
  • ভেরিফিকেশান সফল হওয়ার পরে আপনার কাছে একটি নোটিফিকেশান আসবে যাতে আপনাকে আপনার রেশন কার্ড আর আধার কার্ড লিঙ্কের বিষয়ে বলা হবে যে তা লিঙ্ক হয়ে গেছে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo