নিমেষেই অনলাইনে LIC প্রিমিয়াম জমা দিতে চান? দেখুন উপায়

Updated on 21-Jan-2023
HIGHLIGHTS

LIC প্রিমিয়াম এখন অনলাইনে দেওয়া সম্ভব

ফোনের সাহায্যে সহজেই এখন আপনি আপনার LIC -এর প্রিমিয়াম ভরতে পারবেন

LIC -এর প্রিমিয়াম আগেও অনলাইনে দেওয়া যেত কিন্তু সেটা জটিল পদ্ধতি ছিল

LIC -এর প্রিমিয়াম আগেও অনলাইনে দেওয়া যেত। কিন্তু সেটার জন্য আমাদের LIC -এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হতো। সেই ওয়েবসাইটে গিয়ে লগইন করার পর প্রিমিয়াম জমা দেওয়া যেত। কিন্তু এখন আর ব্যবহারকারীদের অত সমস্যা পোহাতে হবে না। এখন সহজেই ফোনের মাধ্যমে Google Pay বা PhonePe -এর মাধ্যমে প্রিমিয়াম দেওয়া যাবে। আগেই এই অনলাইন পেমেন্ট অ্যাপসগুলো এসে আমাদের জীবন অনেকটা সহজ হয়ে গিয়েছে। সাধারণ বাজার করা হোক বা মুদিখানার দোকান কিংবা অন্য কোনও কাজ সবেতেই এই অ্যাপ সাহায্য করে থাকে। খুচরোর সমস্যা দূর হয়েছে। আজকাল অনেকেই তো মানিব্যাগ ছাড়াই বাইরে বেরিয়ে পড়েছেন। এবার সেই অনলাইন পেমেন্ট অ্যাপ আপনাকে আরও একটু সুবিধা দিতে অনলাইন বিলের সঙ্গে LIC -এর প্রিমিয়াম দেওয়াতে সাহায্য করবে। ভাবছেন কীভাবে অনলাইনে LIC প্রিমিয়াম ভরবেন? দেখুন। 

Google Pay থেকে কীভাবে LIC প্রিমিয়াম দেবেন দেখুন

  • Google Pay হল ভারতের অন্যতম জনপ্রিয় UPI অ্যাপ। আর এখন এই অ্যাপের সাহায্যে আপনি LIC প্রিমিয়াম দিতে পারবেন।
  • এটার জন্য আপনি আগে Google Pay খুলুন।
  • এবার এখানে হোমপেজে দেখুন নতুন পেমেন্টের একটি অপশন পাবেন। সেটা ক্লিক করুন।
  • এবার বিল পেমেন্ট অপশন বেছে নিন।
  • এবার LIC- এর প্রিমিয়াম দিতে চাইলে এখান থেকে Insurance অপশন বেছে নিন।
  • এবার দেখুন ওখানে LIC বা Life Insurance Corporation of India অপশন পাবেন।
  • এবার আপনার পলিসি নম্বর সহ পলিসি হোল্ডারের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিন।
  • এরপর প্রসিড অপশনে ক্লিক করুন।
  • তারপরও দেখুন Link অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন। সেটাকে বেছে নিন।
  • এবার আপনার পলিসিকে গুগল পের সঙ্গে লিংক করুন। একবার এটা লিংক হলে Pay Bill অপশন থেকে প্রিমিয়াম জমা দিন।
  • এখানে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট সিলেক্ট করুন এবং UPI PIN দিলেই আপনার কাজ হয়ে যাবে।
  • এবার আপনি চাইলে LIC প্রিমিয়াম দেওয়ার স্ট্যাটাস বা রশিদ দেখতে চাইলে সেটা আপনি Google Pay- এর পেমেন্ট হিস্টরি থেকে দেখে নিতে পারবেন। এছাড়া আপনার ইমেল অ্যাড্রেসে রিসিপ্ট পেয়ে যাবেন।

PhonePe থেকে কীভাবে LIC এর প্রিমিয়াম দেবেন?

  • এটার জন্য PhonePe অ্যাপে যান।
  • এখানে গিয়ে LIC প্রিমিয়াম এর যে আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
  • এবার যা যা তথ্য চাইবে সব দিন।
  • এবার পেমেন্ট করুন।
  • ভিউ রিসিপ্ট অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনাকে রিসিপ্ট দেখিয়ে দেবে। এবার আপনি সেটাকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন।

Paytm থেকে কীভাবে LIC প্রিমিয়াম দেবেন দেখুন।

  • ফোনে Paytm খুলুন এবং সেখানে LIC -এর অপশন বেছে নিন।
  • এবার আপনার পলিসি নম্বর দিয়ে দিন।
  • এবার দেখুন প্রসিড টু পেমেন্ট অপশন পাবেন। সেখানে গিয়ে আপনার পেমেন্ট মেথড বেছে নিন। এবং পেমেন্ট করুন।
  • যেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হবে অমনি আপনার ফোনের মেসেজে এবং ইমেলে রিসিপ্ট এসে যাবে।
Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :