HIGHLIGHTS
আপনি যদি জানতে চান যে আপনার আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক আছে কিনা তবে তা জানার জন্য আপনাকে এই স্টেপ গুলি ফলো করতে পারেন আমরা সবাই জানি যে স্রাক্র প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করে দিয়েছে। UIDAI অনুসারে আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করালে ট্যাক্স পেয়ার্স ITR( ইনকাম ট্যাক্স রিটার্ন) আরও সহজে করা যাবে।
আর আপনি যদি এই জন্য জানতে চান যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা তবে এই স্টেপ গুলি ফলো করতে পারেন। অ্যামাজন অ্যাপেল ফেস্টিভালে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই-ফিলিং ওয়েবসাইট http://www.incometaxindiaefiling.gov.in/home য়ে গিয়ে আর লিঙ্ক আধারে ক্লিক করুন।
এবার ফর্মটির ওপরের ক্লিক হিয়ার হাইপার লিঙ্কের ওপর ক্লিক করুন।
এবার এখানে আপনি আপনার প্যান আর আধার নম্বরের তথ্য দিন আর ভিউ লিঙ্ক আধার স্টেপসের ওপর ক্লিক করুন।
আর এভাবে আপনি জানতে পারবেন যে আপনার আধার আর প্যান কার্ড লিঙ্ক আছে কিনা।
Latest Article BSNL এর চিন্তা বাড়াল Jio, 10 টাকার কম খরচে দুটি সস্তা রিচার্জ প্ল্যান, 98 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 2 জিবি ডেটা 6500mAh ব্যাটারি, Snapdragon 8 Elite চিপসেট সহ লঞ্চ হল Realme এর নতুন স্মার্টফোন, জানুন ভারতে কত দামে আসবে 200MP সেন্সর সহ আসতে পারে Xiaomi 15 Ultra, ক্যামেরা স্পেক্স ফাঁস, রাতে DSLR এর মতো ছবি তুলবে realme GT 7 Pro ভারতে এই দিন হবে লঞ্চ, Snapdragon 8 Elite চিপসেট সহ হবে প্রথম ফোন 32MP সেলফি ক্যামেরা এবং প্রিমিয়াম লেদার ডিজাইন সহ Motorola 5G ফোন সস্তায় কেনার সুযোগ OnePlus 13 vs iQOO 13: স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ আসা দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কোনটি বেস্ট পারফর্মার মাত্র 3 টাকার প্রতিদিনের খরচে BSNL দিচ্ছে 365 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ডেটা-কলিং সবকিছু মিলবে Bhai Phota or Bhai dooj 2024 wishes in Bengali: অটুট থাকুক ভাই-বোনের এই সম্পর্ক, ভাইফোঁটায় পাঠিয়ে দিন এই শুভেচ্ছাবার্তা দিওয়ালি সেলে মাত্র 6499 টাকায় কিনুন Samsung এর দুটি সস্তা ফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে BSNL vs Jio: 28 দিনের ভ্যালিডিটি সহ কোন কোম্পানি দিচ্ছে কম দামে বেশি সুবিধা