আপনার প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কিনা জানেন? এভাবে জানুন

আপনার প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কিনা জানেন? এভাবে জানুন
HIGHLIGHTS

আপনি যদি জানতে চান যে আপনার আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক আছে কিনা তবে তা জানার জন্য আপনাকে এই স্টেপ গুলি ফলো করতে পারেন

আমরা সবাই জানি যে স্রাক্র প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করে দিয়েছে। UIDAI অনুসারে আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করালে ট্যাক্স পেয়ার্স ITR( ইনকাম ট্যাক্স রিটার্ন) আরও সহজে করা যাবে।

আর আপনি যদি এই জন্য জানতে চান যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা তবে এই স্টেপ গুলি ফলো করতে পারেন। অ্যামাজন অ্যাপেল ফেস্টিভালে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে

  • ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই-ফিলিং ওয়েবসাইট http://www.incometaxindiaefiling.gov.in/home য়ে গিয়ে আর লিঙ্ক আধারে ক্লিক করুন।

 

  • এবার ফর্মটির ওপরের ক্লিক হিয়ার হাইপার লিঙ্কের ওপর ক্লিক করুন।

  • এবার এখানে আপনি আপনার প্যান আর আধার নম্বরের তথ্য দিন আর ভিউ লিঙ্ক আধার স্টেপসের ওপর ক্লিক করুন।

আর এভাবে আপনি জানতে পারবেন যে আপনার আধার আর প্যান কার্ড লিঙ্ক আছে কিনা।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo