ইন্টারনেট সমস্যার জন্য UPI লেনদেন করতে পারছেন না? তাহলে সেটা সত্যি সমস্যার বিষয়। কারণ অনেকেই আজকাল তেমন ক্যাশ রাখেন না সঙ্গে। অধিকাংশ পেমেন্ট UPI -এর মাধ্যমেই করে থাকেন। কিন্তু ইন্টারনেট না থাকলে বা স্লো হয়ে যাওয়ার কারণে পেমেন্ট করতে না পারলে খুবই সমস্যায় পড়ে যেতে হয়। তাই এই সমস্যা এড়ানোর জন্য যাতে অফলাইনেও টাকা পাঠানো যায় তার একটি পদ্ধতি আনা হয়েছে। কিন্তু অনেকেই সেটার কথা জানেন না। আপনি অফলাইনে UPI লেনদেন করতে চাইলে স্রেফ ডায়াল প্যাডে গিয়ে *99# ডায়াল করুন।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI এই নতুন USSD কোড বা *99# চালু করেছে। এই USSD কোডটি গোটা দেশ জুড়ে UPI পরিষেবার জন্যই আনা হয়েছে। যে ফোন নম্বর রেজিস্টার্ড আছে UPI অ্যাপে সেই নম্বর দিয়ে *99# ডায়াল করলেই টাকা পাঠানো যাবে। তার জন্য আপনার ফোনের স্ক্রিন বলা পদ্ধতি কেবল ফলো করে যেতে হবে। এই USSD কোডের সাহায্যে একাধিক কাজ করা যায় যায় যেমন ইন্টার ব্যাংকের মধ্যে টাকা পাঠানো এবং নেওয়া, ব্যালেন্স জানা, UPI পিন চেঞ্জ করা, ইত্যাদি। দেখে নিন আপনি *99# USSD কোডের সাহায্যে কীভাবে অফলাইনে টাকা পাঠাতে পারবেন।
সবার আগেই *99# ডায়াল করুন সেই মোবাইল নম্বর থেকে যা UPI অ্যাকাউন্টে রেজিস্টার্ড করা আছে।
এবার আপনাকে একটা মেনু দেখাবে। সেখান থেকে আপনি কোন কাজ করতে চান বেছে নিতে হবে। এর মধ্যে থাকবে টাকা পাঠানোর অপশন, টাকা চাওয়ার অপশন, ব্যালেন্স চেক করা, প্রোফাইল DEKHAZ পেন্ডিং রিকোয়েস্ট দেখা, transaction করা, UPI পিন।
এবার আপনি টাকা পাঠাতে চাইলে 1 ক্লিক করুন।
এবার আপনি কোন একাউন্ট থেকে টাকা পাঠাতে চান সেটা ক্লিক করুন আপনার UPI আইডি নাকি মোবাইল নম্বর, ইত্যাদি। এবার যে অপশন বাছবেন সেটার নম্বর দিয়ে দিন।
এবার আপনি ধরুন মোবাইল নম্বরের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে সেই মোবাইল নম্বর দিতে হবে যা আপনার UPI অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা। সেটা দিয়ে সেন্ড অপশন ক্লিক করুন।
এবার কত টাকা পাঠাতে চান সেটা দিন।
এবার কেন টাকা পাঠাচ্ছেন সেটাও দিন।
এবার সব শেষে আপনার UPI পিন দিয়ে দিন। ব্যাস তাহলেই হয়ে যাবে আপনার টাকা পাঠানো তাও অফলাইনে।
আপনি চাইলে UPI পরিষেবা বন্ধ করতে পারেন এই এক USSD কোড বা *99# দিয়ে।