বেড়াতে যাওয়ার প্ল্যান আছে? ভাবছেন কীভাবে টিকিট কাটবেন? কাকে দিয়ে টিকিট কাটাবেন? আদৌ টিকিট পাবেন কিনা এসব হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে? তাহলে এসব ভাবনা ছেড়ে অনলাইনেই টিকিট কেটে ফেলুন তাও কোনও ঝামেলা ছাড়াই। কীভাবে সম্ভব ভাবছেন? এই প্রতিবেদন থেকে জেনে নিন বাড়ি বসে সহজে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি। তবে হ্যাঁ ট্রেনের টিকিট অনলাইনে কাটতে গেলে IRCTC অ্যাকাউন্ট তৈরি করতে HOBR আপনাকে। এই অ্যাকাউন্ট তৈরি করিয়ে নিলেই আপনাকে আর বারবার টিকিট কাটা নিয়ে ঝামেলা। বা চিন্তায় পড়তে হবে না। কেবল অ্যাকাউন্টে লগইন করে টিকিট কেটে ফেললেই হবে।
এটার জন্য সবার আগে আপনাকে www.irctc.co.in ওয়েবসাইটে যেতে হবে।
এবার দেখুন আপনার স্ক্রিনের উপরের ডানদিকে রেজিস্টার বলে একটি অপশন আছে। সেখানে ক্লিক করুন।
এবার যে অপশন দেখাবে সেখানে ইন্ডিভিজুয়াল অপশন বেছে নিন।
এবার এখানে দিয়ে দিন আপনার নাম, জেন্ডার, মোবাইল নম্বর।
এবার আপনার নাম দিয়ে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করুন।
এবার দেখুন আপনাকে সিকিউরিটি কোয়েশ্চেন দেখাবে আপনাকে সেগুলোকে সিলেক্ট করে উত্তর দিতে হবে আপনাকে। পরে যখন পাসওয়ার্ড রিসেট করবেন তখন এই উত্তর আপনাকে বলতে হবে।
এবার ক্যাপচা কোড দিন।
সাবমিট করুন।
ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে দিন লগইন পাসওয়ার্ডের জন্য।
ফোনে OTP এলে সেটা দিয়ে এন্টার ইট ক্লিক করে সাবমিট করুন।
আপনি যদি এবার এই অ্যাকাউন্ট দিয়ে টিকিট কাটতে চান তাহলে IRCTC অ্যাকাউন্টে লগইন করুন।
এবার কবে যাত্রা করবেন সেই দিন এবং কোন স্টেশন দিয়ে উঠবেন আর কোথায় যাবেন সেটা দিন।
এবার কোন ক্লাসে সফর করবেন সেটা বাছুন।
এবার ফাইন্ড ট্রেন অপশনে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন যাবতীয় ট্রেন এবং তার সময় সম্পর্কিত তথ্য।
যে ট্রেনে যাবেন বলে স্থির করবেন সেটা বেছে নিয়ে ভাড়া চেক করুন। দেখুন Check Availability and Fare বলে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
এবার কোটা সিলেক্ট করে নিন যেমন লেডিজ, তৎকাল, জেনারেল, ইত্যাদি। এবার বুক নাও অপশনে ক্লিক করুন।
কন্টিনিউ বুকিং অপশনে ক্লিক করুন।
মেক পেমেন্ট অপশনে ক্লিক করুন।
এবার কোন মাধ্যমে পেমেন্ট করবেন সেটা বেছে নিয়ে পেমেন্ট করুন।
এবার টিকিট বুকিং হয়ে গেলে সেটার মেসেজ পেয়ে যাবেন। ইমেলে চলে আসবে টিকিটের যাবতীয় ডিটেল।