অ্যামাজনে Kindle Oasis য়ের নতুন ভার্সান এসেছে, প্রাথমিক দাম 21,999 টাকা

Updated on 20-Jun-2019
HIGHLIGHTS

এর 8GB ভেরিয়েন্টের দাম 21,999 টাকা

32GB র দাম 24, 999 টাকা

এর সঙ্গে অ্যামাজন প্রাইম মেম্বারদের কিছু বিশেশ সুবিধা আছে

ভারতের অনলাইন বইয়ের বড় সম্ভারের বিষয়ে যদি বলতে হয় তবে কিন্ডলের কথা না বল্লে তা অসম্পূর্ণ থাকে। আর বঙ্গ জাতির পুস্তক প্রেমের কথাও সর্বজন বিদিত। আর এসবের মধ্যে ভারতে অ্যামাজন কিন্ডলে নিয়ে এল দুটি নতুন কিন্ডলের ডিভাইস। আর এই দুই ডিভাইসের নাম  Kindle Oasis য়ের দুটি ভার্সান। আর এর দাম শুরু হচ্ছে 21,999 টাকা থেকে।

অ্যামাজনে আপনারা এই কিন্ডলে ওয়েসিস ডিভাইসটি কিনতে পারবেন আবার যদি প্রি অর্ডার করতে চান তাও পারবেন। আর কিছু শর্ত সাপেক্ষে এই ডিভাইসটি প্রি বুক করলে 100% ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
Kindle Oasisয়ের 21,999 টাকা দামের ডিভাইসটিরতে আপনারা 10th জেনারেশানের পাবেন আর এর ডিসপ্লে সাইজ 7 ইঞ্চির। এটি 8GB যুক্ত আর এটি ওয়াইফাই সাপোর্ট করে। আপনারা এটি নো কস্ট EMI তে কিনতে পারবেন 1.036 টাকায়। আর প্রাইম মেম্বাররা এটি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন আর এর সঙ্গে এতে শতাধিক বইয়ের অ্যাক্সেস পাবেন।

Kindle Oasis য়ের দ্বিতীয় ডিভাইসটি আপনারা অ্যামাজনে 24,999 টাকায় কিনতে পারবেন। আর এটি আপনারা মান্থলি নো কস্ট EMI তে 1,177 টাকায় কিনতে পারবেন। আর এটি আপনারা 10th জেনারেশানে পাবেন।এটি 32GB র ডিভাইস আর টি ওয়াই ফাই সাপোর্ট করে। এতে আপনারা 7 ইঞ্চির ডিসপ্লে পাবেন। এতেও প্রাইমমেম্বারদের জন্য একই সুবিধা দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :