যশ জানিয়েছে যে KGF Chapter 3 আগামী পার্টে দুর্দান্ত দৃশ্য থাকবে এবং এর গল্পও আলাদা হবে
কেজিএফ: চ্যাপ্টার ২’-তে কানাড়া সুপারস্টার যশ ছাড়াও বলিউড থেকে ছিলেন সঞ্জয় দত্ত আর রবিনা ট্যান্ডন
কানাড়া সুপারস্টার যশ (Yash) অভিনীত 'কেজিএফ চ্যাপ্টার 2' (KGF Chapter 2) দেখার পর, দর্শকরা এখন এর তৃতীয় পার্ট KGF Chapter 3 এর জন্য অপেক্ষা শুরু করে দিয়েছেন। কেজিএফ 2-এ যশের দুর্দান্ত অভিনয় এবং অ্যাকশন সিন দেখে থিয়েটারে করতালি ছিল। দর্শকদের পাশাপাশি অনেক সেলিব্রিটিও যশের ভক্ত হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, 14 এপ্রিল মুক্তি পাওয়া ছবিটি এখনও থিয়েটারে হাউসফুল চলছে এবং বক্স অফিসে রেকর্ড ব্রেক ব্যবসা করছে।
ইতিমধ্যে, KGF 2 হাজার কোটির ক্লাবের এন্ট্রি করার সাথে সাথে যশের থেকে KGF Chapter 3 সম্পর্কে খরব পাওয়া গিয়েছে। যশ জানিয়েছে যে আগামী পার্টে দুর্দান্ত দৃশ্য থাকবে এবং এর গল্পও আলাদা হবে।
ভ্যারাইটি নিউজ পোর্টালকে দেওয়া একটি সাক্ষাৎকারে Yash কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে কথা বলেছেন। তিনি জানান পরিচালক প্রশান্ত নীল আর তিনি ইতিমধ্যেই পরের পার্টের বেশ কিছু দৃশ্য নিয়ে ভেবেছেন। এই মুহূর্তে রকির জীবন ও তার গল্পে অনেক কিছু রয়েছে, যা তৃতীয় পর্বে দেখানো হবে। আমি এবং প্রশান্ত কেজিএফ 3-এর জন্য অনেকগুলি দৃশ্যের কথা ভেবেছি। অধ্যায় 2 এ আমরা করতে পারিনি এমন অনেক কিছু ছিল। যা আমরা তৃতীয় অধ্যায়ে করতে চাই। আমরা অনেক ধারনা ভেবেছি কিন্তু সেগুলো বাদ দিয়েছি। এ নিয়ে এখন কাজ চলছে।
যশ সাক্ষাৎকারে বলেছিলেন যে পরিচালক প্রশান্ত নীল এর আগে শুধুমাত্র একটি সিনেমা হিসাবে KGF করার পরিকল্পনা করেছিলেন। দ্বিতীয় বা তৃতীয় অংশের কথা ভাবা হয়নি। তবে সিনেমা তৈরি করার সময় প্রশান্ত নীল সিদ্ধান্ত নেন সিনেমার স্ক্রিপটে দ্বিতিয়বার কাজ করার। ফলে ছবিটি দুই ভাগে রিলিজ করা হয়। সেই সময় সিনেমার সেরা দৃশ্য এবং অংশগুলি ছিল 'কেজিএফ চ্যাপ্টার 2' (KGF Chapter 2) এ। প্রথম ও দ্বিতীয় পর্ব হিট হওয়ার পর এখন গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন পরিচালক।
বলে দি যে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-তে কানাড়া সুপারস্টার যশ ছাড়াও বলিউড থেকে ছিলেন সঞ্জয় দত্ত আর রবিনা ট্যান্ডন। ‘KGF: Chapter 2’ দেখিয়েছে যশ অর্থাৎ রকি কোলার গোল্ড ফিল্ডের দায়িত্ব নেওয়ার পরে কী কী হয়।