Reliance Jio IPTV সেট-টপ–বক্স এর ছবি লিক হল, এটি তারাতারি লঞ্চ হবে

Reliance Jio IPTV সেট-টপ–বক্স এর ছবি লিক হল, এটি তারাতারি লঞ্চ হবে
HIGHLIGHTS

আশা করা হচ্ছে যে, Jio র 4G পরিষেবারর মতন Jio IPTV সেট-টপ-বক্সও যথেস্ট সস্তা হবে

আমরা সবাই জানি যে 4G পরিষেবার পরে এবার Jio বাজারে তাদের Jio IPTV সেট-টপ-বক্স পরিষেবা খুব তারাতারি লঞ্চ করবে. তবে এখনও অব্দি এই নিয়ে কোন খবর পাওয়া যায়নি যে কোম্পানি কবে এই পরিষেবা নিয়ে আসবে. যদিও এই বিষয়ে কিছু লিক সামনে এসেছে. বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার

এবার Reliance Jio IPTV সেট-টপ-বক্স একটি ছবি লিক হয়েছে. যাতে একে ভালভাবে দেখা যাচ্ছে. এই ছবিটিকে Candytech শেয়ার করেছে. এই ছবিতে একটি ব্লু কালারের রিটেল বক্স দেখানো হয়েছে, যাতে Reliance Jio র ব্র্যান্ডিং দেখা যাচ্ছে. এই ছবি গুলিতে এই ডিভাইস এর অনেক গুলি অ্যাঙ্গেল দেখা যেতে পারে.

আরো দেখুন: জানুন LG G6 সম্পর্কে

এই ডিভাইসে স্ট্যান্ডার্ড কেবেল কানেক্টার, HDMI, USB আর অডিও, ভিডিও আউটপুট এর সঙ্গে ইন্টারনেট পোর্টও দেখা যাচ্ছে. আশা করা হচ্ছে যে Jio র এই পরিষেবাও বেশ সস্তা হবে. বলে রাখা ভাল যে কোম্পানি 2016 র সেপ্টেম্বরে বাজারে নিজেদের 4G পরিষেবা নিয়ে এসেছিল, যার পর থেকে ভারতীয় টেলকম বাজারে বেশ হৈচৈ দেখা গেছে. বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার

আরো দেখুন: Airtel নিয়ে এল নতুন প্ল্যান, দিচ্ছে 100GB ডাটা

আরো দেখুন: Ericsson ও IIT দিল্লির মধ্যে 5G কে ভারতে আনার জন্য চুক্তি হয়েছে

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo