জিওর ডিজিটাল কুপনের মাধ্যমে কেনাকাটাতে সস্তায় মুদিখানার জিনিস পাওয়া যাবে

Updated on 17-Nov-2017
HIGHLIGHTS

আসলে জিও এবার নিজেদের ইউজার্সদের জন্য সস্তার মুদিখানার জিনিস কেনাকাটার জন্য ডিজিটাল কুপন নিয়ে আসবে

এবার রিলায়েন্স জিও তাদের ইউজার্সদের জন্য ডিজিটাল কুপন নিয়ে আসার জন্য একটি পরিকল্পনা করেছে।

রিলায়েন্স জিও ম্যানুফ্যাকচারিং আর মুদিখানার দোকানে নিজেদের রিলায়েন্স জিও গ্রহাকদের জন্য একটি নতুন পরিকল্পনা আনতে চলেছে। কোম্পানি গ্রাহকদের জন্য ডিস্কাউন্টে কেনাকাটার জন্য ডিজিটাল কুপন নিয়ে আসবে।

কোম্পানির এই প্রোজেক্টের প্রথম দিকে মুম্বাই, চেন্নাই আর আহমেদাবাদে শুরু করবে। আর ২০১৮ সালের মধ্যে এই স্কিমটি সারা দেশে চালু হয়ে যাবে। ভারতে ৬৫০ আরব ডলারের উদ্যোগে ই-কমার্সের অংশ মাত্র৩-৪ শতাংশ আর এর মধ্যে মাত্র ৮ শতাংশ রিটেলার্সদের অংশ আর বাকি ৮৮  শতাংশ ছোট দোকান ও তাদের জাদের মাধ্যমে এই প্রোজেক্ট শুরু করার চেষ্টা করা হচ্ছে।

মুকেশ আম্বানি গত বছর রিলায়েন্স জিওর সঙ্গে সারা টেলিকম জগতে প্রবেশ করে ভারতীয় টেলিক জগতে একটা বড় পরিবর্তন নিয়ে এসেছে। আর এবার ফিচার ফোনের দামে স্মার্টফোন নিয়ে আসার চেষ্টা করছে।

সোর্সঃ 

Connect On :