একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ, রেকর্ড গড়ল ইসরো

একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ, রেকর্ড গড়ল ইসরো
HIGHLIGHTS

pslv -র ১০৪টি স্যাটেলাইটের মধ্যে ভারতের ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’, কার্টোস্যাট-২ ও রয়েছে। বাকি রয়েছে ১০১টি ন্যানো স্যাটেলাইট।

পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ বা pslv — এই একটি ‘ঘোড়া’য় চড়ে ১০৪টি স্যাটেলাইট পৌঁছে গেল মহাকাশে। কাণ্ডটি ঘটালো ভারতের ‘স্পেস রিসার্চ অর্গানাইজেসন’, ইসরো।শ্রীহরিকোটার লঞ্চ-প্যাড থেকে pslv যাত্রা শুরু করে এদিন সকাস সাড়ে ন’টা নাগাদ। আগামী ৬০০ মিনিটের মধ্যে ১০১টি স্যাটেলাইট নিজের নিজের কক্ষপথে চলে যাবে ২৭০০০ কিলোমিটার বেগে।

আরও দেখুন : দুটি রিয়ার ক্যামেরা সিয়ে সজ্জিত হনর 6X

লঞ্চ অথরাইজেশন বোর্ডের সবুজ সঙ্কেত পাওয়ার পর মঙ্গলবার ভোর ৫টা ২৮ মিনিট থেকে কাউন্টডাউন করা শুরু করে ইসরো। আজ সকাল সাড়ে ৯টা নাগাদ PSLV-C37 রকেটের সাহায্যে প্রথমে অন্তরীক্ষে পাঠানো হবে ৭১৪ কেজি ওজনের কারটোস্যাট 2 সিরিজের উপগ্রহ। এরপর বাকি ১০৩টি উপগ্রহের উত্‍‍ক্ষেপণ। যারমধ্যে ১০১টি বিদেশি উপগ্রহ। ৯৬টি আমেরিকার। বাকি ৫টি ইজরায়েল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সুইত্‍জারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহীর। সবগুলি উপগ্রহের মোট ওজন ৬৬৪ কেজি।

প্রসঙ্গত, pslv -র ১০৪টি স্যাটেলাইটের মধ্যে ভারতের ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’, কার্টোস্যাট-২ ও রয়েছে। বাকি রয়েছে ১০১টি ন্যানো স্যাটেলাইট।

আরও দেখুন : ব্ল্যাকবেরি মার্কারী মধ্যে ব্যবহার হতে পারে গুগল পিক্সেল এর রিয়ার ইমেজ সেন্সর: রিপোর্ট

আরও দেখুন : এবার হোয়াটসঅ্যাপে শীঘ্রই আপনি পাঠানো মেসেজ এডিট করতে পারবেন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo