এটিকে লঞ্চ করার জন্য ইসরোর লঞ্চিং ভেকেল GSLV-F09 এর ব্যবহার করা হবে
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) শুক্রবার 5ই মে ‘South Asia Satellite’ লঞ্চ করবে. ইসরোর এই লঞ্চিং অনুষ্ঠানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ISRO দ্বারা সাউথ এশিয়ান স্যাটালাইটের লঞ্চিং অর্থনৈতিক আর বিকাশের মিলনের মাইলস্টোন হিসবে প্রমাণিত হবে.
প্রধানমন্ত্রী মোদী তার ‘মন কি বাত’ অনুষ্ঠানের সময় এই কথা বলেছেন. প্রধানমন্ত্রী মোদীর কথা অনুসারে এই স্যাটালাইট লঞ্চিং সমস্ত এশিয়ার বিকাশের জন্য গুরুত্বপূর্ন. এই স্যাটেলাইট থেকে ন্যাচারাল রিসোর্স ম্যাপিং, টেলি মেডিসিন, শিক্ষা, আরো ভালো IT কানেক্টিভিটি আর পিপল টু পিপল কন্ট্যাক্টকে আরো উন্নত করা যাবে.
প্রধানমন্ত্রী আরো বলেছেন যে, তিনি সেই সব দেশ কে স্বাগত জানাচ্ছেন যারা এই স্যাটালাইট লঞ্চিং এর সময় ভারতের সঙ্গে আছে. কমিউনিকেশন স্যাটালাইট GSAT-9 কে ইসরো 5 মে লঞ্চ করবে.
এটি লঞ্চ করার জন্য ইসরোর লঞ্চিং ভেকেল GSLV-F09 এর ব্যবহার করা হবে. এই স্যাটেলাইটের লঞ্চিং এ পাকিস্তান ছাড়া বাকি সব সাউথ এশিয়ান দেশ যুক্ত আছে.