ISRO ভারতের সব থেকে ভারি রকেট GSLV-Mk III লঞ্চ করল

ISRO ভারতের সব থেকে ভারি রকেট GSLV-Mk III লঞ্চ করল
HIGHLIGHTS

এর আগে এর অনেক গুলি উৎক্ষেপণ বিফল হয়েছিল

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (isro) ভারতের সব থেকে ভারি রকেট স্ফল ভাবে লঞ্চ করে দিয়েছে।  বিগত ৩০ বছরের রিসার্চের পরে ইসরো এই কাজটি করেছে। এর আগে বহুবার এটি বিফল হয়েছিল।

এই রকেটটিকে গতকাল সন্ধ্যা 5.48  এ লঞ্চ করা হয়। এই রকেটটির ওজন 640 টন। এটি 43.43  মিটার লম্বা। এই রকেটটিকে শ্রীহরিকোটার ধবন স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়। এটি সফল ভাবে লঞ্চ হওয়ার পরে ভারত এবার নিজেই চার-টনের স্যাটেলাইট লঞ্চ করতে পারবে।

এর আগে ভারতকে এর জন্য অন্য দেশের রিসার্চ সেন্টারের সাহায্য নিতে হত। আর যার জন্য ভারতকে একটা বড় অংশের কর দিতে হত। এবার এই মিশনে সাফল্য পাওয়ার পরে ভারত নিজেই তাদের চার টনের স্যাটেলাইট লঞ্চ করতে পারে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo