ISRO’র GSAT-6A কমিউনিকেশান উপগ্রহটির সফল উতক্ষেপণ হল

ISRO’র GSAT-6A কমিউনিকেশান উপগ্রহটির সফল উতক্ষেপণ হল
HIGHLIGHTS

এটি GCLV-MK-2 GCLV-08 নামের রকেটের পিঠে করে এই উপগ্রহটি পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা দিয়েছে

গত কাল ভারতের মহাকাশ গবেশনা কেন্দ্র ইসরো ISRO তাদের কমিউনিকেশান উপগ্রহটি গতকাল সফল ভাবে উৎক্ষেপণ হয়েছে। এই উপগ্রহটিকে পৃথিবীর কক্ষপথে পাঠানোর প্রধান কারন টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতি করা।  এই উপগ্রহটির নাম GSAT-6A। এটি GCLV-MK-2 GCLV-08 নামের রকেটের পিঠে করে এই উপগ্রহটি পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 
 
এটি প্রধানত তিনটি কারনে মহাকাশে পাঠানো হয়েছে। দেশের মোবাইল যোগাযোগ ব্যবস্থাকে দ্রুতকরতে, দেশের সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থাকে আরও নিখুত করা আর ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযানের প্রস্ততিকল্পে এই অভিযানের কিছু যন্ত্রের পরীক্ষার জন্য।

PaytmMall য়ে আজকে স্মার্টফোন, টেলিভিশানও আরও বেশ কিছু জিনিসের ওপর ক্যাশব্যাক আর ডিস্কাউন্ট অফার করা হচ্ছে

২ হাজার ১৪০ কিলোগাম্রের এই উপগ্রহটি গত কাল বিকেল ৪টা ৫৬ মিনিটে শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
 

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন
 

আর যে রকেটে চেপে এই উপগ্রহটি মহাকাশের উদ্দেশ্যে পারি দিল সেতি এই নিয়ে ১২বার কোন উপগ্রহকে মহাকাশের কক্ষপথে পাঠালো।

Digit.in
Logo
Digit.in
Logo