আপনার আধার কার্ড কেউ খারাপ কাজে ব্যবহার করছে কিনা তা এভাবে জানুন

আপনার আধার কার্ড কেউ খারাপ কাজে ব্যবহার করছে কিনা তা এভাবে জানুন
HIGHLIGHTS

আপনি বিগত 6 মাসে আপনার আধার কার্ডের ব্যবহার কখন কখন হয়েছে তা জানতে পারবেন

এই সময় আধার আমাদের একটি অত্যন্ত দরকারি জিনিস। এখন সব জায়গায় সবসময় আধার কার্ডের দরকার হয়। আর আমাদের এই অত্যন্ত দরকারি আধার কার্ড সাবধানে রাখা আমাদের জন্য খুবই দরকারি। যদি তা না হয় তবে আমাদের আধার কার্ডের খারাপ ব্যবহার হতে পারে। তাই আমরা এখানে আপনাদের বলছি যে আপনারা কি করে আধার কার্ডের ব্যবহার করবেন আর কি করে তা সুরক্ষিত রাখবেন। আপনি ব্লুটুথ স্পিকার কেনার কথা ভাবলে এই ব্লুটুথ স্পিকার গুলি দেখতে পারেন

UIDAI এর ওয়েবসাইটে একটি ফিচার আছে। এর মাধ্যমে আপনি বাড়িতে বসেই জানতে পারবেন যে আপনার আধার কার্ড আর কোথায় ব্যবহার করা হয়েছে।

  • প্রথমে https://resident.uidai.gov.in/notification-aadhaar লিঙ্কটি ওপেন করুন বা নিজের ব্রাউজারে পেস্ট করুন।
  • এবার আপনি আপনার 12-সংখ্যার আধার নম্বর সামনে যে বক্সটি দেখতে পাওয়া যাবে তাতে দিন, এটি 'Aadhaar Authentication History'’র ঠিক নীচেই থাকবে।
  • এবার 4-সংখ্যার সিকিউরিটি কোড দিন।
  • এবার আপনি 'Generate OTP'তে ক্লিক করুন।আর এরকম করলে আপনি একটি OTP পাবেন আর এই OTP আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাবেন।
  • আর এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে, যা অথেন্টিকেশান টাইপ, সিলেক্ট ডেট রেঞ্জ, নম্বর অফ রেকর্ড আর OTP দিতে বলবে। আর এবার আপনার সামেন ওপেন হওয়া পেজ ড্রপ ডাউন মেনুর 'All' অপশানটি বাছুন।
  • এবার 'Authentication Type' ড্রপ ডাউনে 'All' অপশানটি সিলেক্ট করুন।
  • এবার পেজে থাকা 'Select Date Range' বাছুন। আপনি সব থেকে বেশি 6 মাস পুরনো তথ্য পাবেন।
  • এবার 'Submit'  অপশানটি বাছুন।
  • এবার আপনি 'Number of Records' দেখতে পারবেন, এটি ফিলআপ করুন আর এরকম করলে আপনি সব থেকে বেশি  50টি রেকর্ডের বিষয়ে জানতে পারবেন।
  • এবার অথেন্টিকেশানের জন্য OTP দিন আর আরও একবার সাবমিটে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে সমস্ত তথ্য এসে যাবে, কবে কক্ষণ আপনার আধার কার্ড ব্যবহার হয়েছে। আর এর পরে আপনি যদি কোন মিসইউস দেখতে পান তবে আপনি তার অভিযোগ করতে পারবেন।

সোর্সঃ

Digit.in
Logo
Digit.in
Logo