আচমকাই কোথাও ঘুরতে যাওয়ার কথা ঠিক হয়েছে? বা অফিসের কাজে কোথাও যেতে হচ্ছে? বা অন্য কোনও কারণে শেষ মুহূর্তে ট্রেনের টিকিট কাটার প্রয়োজন হয়ে পড়েছে? আগে থেকে টিকিট কাটা থাকলে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যায়। কিন্তু তবুও যদি শেষ মুহূর্তে কোথাও যাওয়ার প্রয়োজন হয় ঘাবড়াবেন না। আপনি তৎকালে টিকিট কাটতে পারেন। জরুরি বা শেষ মুহূর্তের প্ল্যানের জন্য এই উপায়ে টিকি কাটা যায়।
ভারতীয় রেলের তরফে তৎকালে সমস্ত ট্রেনের টিকিট কাটা যায় সে 3AC হোক বা 2AC কিংবা 1AC। আপনি শেষ মুহূর্তেও টিকিট পেয়ে যাবেন। তবে টিকিট না পাওয়ার সম্ভাবনাও থাকে এক্ষেত্রে কারণ তৎকালের অধীনে খুব কম সংখ্যক টিকিট উপলব্ধ থাকে।
আপনি যবে সফর করছেন তার মাত্র একদিন আগেই তৎকালে টিকিট কাটতে পারবেন। ধরা যাক আপনি কানপুর থেকে দিল্লি যাচ্ছে পাটনা রাজধানী এক্সপ্রেসে। তাহলে ট্রেন যবে পাটনা থেকে ছাড়ছে তার একদিন আগে আপনাকে টিকিট কাটতে হবে তৎকালে। আপনি যদি AC কোচের টিকিট কাটতে চান তাহলে সেটা সকাল 10টা থেকে কাটা যৌন আর যদি স্লিপার বা সেকেন্ড ক্লাসের টিকিট কাটতে চান তার জন্য আপনি সকাল 11টা থেকে তৎকালে টিকিট কাটতে পারবেন।
যেহেতু ট্রেনের বেশ কিছু সিট তৎকালের জন্য রিসার্ভ করা থাকে সেহেতু এই টিকিট কাটতে গেলে অতিরিক্ত দাম দিতে হয়। ধরা যাক সাধারণ ভাবে যে টিকিটের দাম 900 টাকা তৎকালে সেই টিকিটের দাম পড়বে 1,300 টাকা মতো। বেসিক ভাড়ার উপর 30% অতিরিক্ত চার্জ বসানো হয় সমস্ত ক্লাসের টিকিটের জন্য। তবে সেকেন্ড ক্লাস সিটিংয়ের জন্য 10% অতিরিক্ত চার্জ নেওয়া হয়।
সবার IRCTC ওয়েবসাইটে যান। অর্থাৎ irctc.co.in -এ।
এবার আপনার IRCTC ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আপনার যদি IRCTC তে অ্যাকাউন্ট না থাকে তবে সাইন আপ অপশনে ক্লিক করে আগে অ্যাকাউন্ট তৈরি করুন।
এবার লগইন করার পর বুক টিকিট অপশনে ক্লিক করুন।
এবার তৎকালের অপশন বেছে নিয়ে সমস্ত ডিটেল দিয়ে দিন। কোথা থেকে উঠবেন, কোথায় নামবেন, কবে যাবেন।
এবার কোন ট্রেনে সফর করতে চান সেটা দিন এবং একই সঙ্গে কোন ক্লাসে সেটাও।
এবার যাত্রীর সমস্ত তথ্য দিন।
এবার বার্থ বেছে নিন। তবে মনে রাখবেন আপনি যে বার্থ বাছলেন সেটাই যে আপনি সবসময় পাবেন এমনটা নয়। সাধারণত বয়স্কদের নিচের বার্থ দেওয়া হয়ে থাকে।
এবার আপনাকে ভাড়া এবং অন্যান্য ডিটেল দিলে প্রসিড টু পেমেন্ট করুন।
আপনি এবার ক্রেডিট বা ডেবিট বা নেট ব্যাংকিং কিংবা UPI এর মাধ্যমে টাকা দিতে পারব।
বুকিং কনফার্ম হয়ে গেলে টিকিট ডাউনলোড করে নিন।
এটার জন্য আগে IRCTC অ্যাপ ডাউনলোড করুন।তারপর অ্যাপে লগইন করুন। এবং তৎকাল অপশন বেছে নিন।
এবার ট্রেন এবং সফরের ডেট বেছে নিন।
যাত্রীর সমস্ত তথ্য দিয়ে দিন। সঙ্গে আপনার পছন্দের ক্লাস এবং বার্থ টাইপ।
ভাড়া দেখানোর পর পেমেন্ট করুন ক্রেডিট, ডেবিট কার্ডে। বা নেট ব্যাংকিংয়ের সাহায্যে।
টিকিট বুক হয়ে গেলে ডাউনলোড করে নিন।
এটার জন্য আপনাকে পেটিএম ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে।
সেখানে গিয়ে ট্রেন অপশনকে বেছে নিন।
এবার তৎকাল অপশনে ক্লিক করুন।
যা যা তথ্য চাইছে সব দিয়ে দিন সফর সংক্রান্ত।
এবার ট্রেন বেছে নিয়ে বুক নাও অপশনে ক্লিক করুন।
যাত্রীর ডিটেল দিয়ে দিন এবার।
ট্রেনের টিকিট ডিটেল দেখলে পেমেন্ট করুন উপলব্ধ অপশন থেকে।
পেমেন্ট করে দিন।
SMS এর মাধ্যমে কনফার্মেশন পেয়ে যাবেন এরপর আর মেইলে টিকিট এসে যাবে আপনার।