আইআরসিটিসি রেলওয়ে অ্যাপ্লিকেশন দ্বারা টিকিট বুকিং হবে আরও সহজ

Updated on 12-Jan-2017
HIGHLIGHTS

লঞ্চ করা সময় সুরেশ প্রভু জানিয়েছেন, ‘আপাতত ই-টিকিটের মাধ্যমো রোজ ১০ লক্ষের বেশি টিকিট বুক হয়ে থাকে৷ যা মূল বুকিংয়ের ৫৮ শতাংশ৷

এবার যাত্রীদের হয়রানি দূর করতে নতুন পদক্ষেপ নিল রেল৷ লঞ্চ করল নতুন টিকিট বুকিংয়ের অ্যাপ৷ মঙ্গলবার রেলমন্ত্রী সুরেশ প্রভু যাত্রীদের জন্য লঞ্চ করেছেন নতুন মোবাইল অ্যাপ ‘আইআরসিটটিসি রেল কানেক্ট’.

এই অ্যাপটির মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল লেনদেনের উপর জোর দেওয়া ও সহজে রেল টিকিট কাটতে পারার সুবিধা যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া৷ এর সাহায্যে খুব সহজে ও তাড়াতাড়ি টিকিট কাটতে পারবেন যাত্রীরা৷

আরও দেখুন : ভেইন স্ক্যানার যার দ্বারা আপনি আপনার শরীরের শিরাগুলি কে দেখতে পারেন

লঞ্চ করা সময় সুরেশ প্রভু জানিয়েছেন, ‘আপাতত ই-টিকিটের মাধ্যমো রোজ ১০ লক্ষের বেশি টিকিট বুক হয়ে থাকে৷ যা মূল বুকিংয়ের ৫৮ শতাংশ৷ এই প্রবণতাকে মানুষের মধ্যে যাতে আরও বৃদ্ধি পায় তাই নতুন একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’

তিনি আরও জানান, নতুন এই অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট, মহিলা কোটা, প্রিমিয়াম তৎকাল কোটা বুকিং ও কারেন্ট রিজার্ভেশন করার সুবিধা পাওয়া যাবে৷

নতুন অ্যাপ আগের অ্যাপ থেকে অনেক বেশি সুরক্ষিত৷ এবং পিন নম্বরের মাধ্যমে লগ ইন করার সুবিধা মিলবে৷ অথার্ৎ বারবার Username ও Password দেওয়ার দরকার পড়বে না৷ এটি IRCTC-র ই-ওয়ালেটের সঙ্গে কাজ করবে যাতে তাড়াতাড়ি পেমেন্ট করা সম্ভব হবে৷

প্রভু আরও জানিয়েছেন, নতুন অ্যাপে ৪০টির বেশি ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং, ডেবিট-ক্রেডিট কার্ড, পেটিএম, পেইউ, মোবিক্যুইকের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা থাকবে৷

আরও দেখুন : এয়ারটেল এবং ভোডাফোন কে ছাপিয়ে রিলায়েন্স জিও বানালো একটি নতুন রেকর্ড

আরও দেখুন : 5100mAh ব্যাটারী’র সঙ্গে লেনোভো P2 স্মার্টফোন লঞ্চ

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :